blogging
My Blog
জীবনের কবিতা Life's poetry
Bosonto Choyo – Bangla New Kobita | বসন্ত ছোঁয়া – বাংলা কবিতা
বসন্ত ছোঁয়া
লেখক_ পুষ্পেন্দু মন্ডল
________________________________
_____________________
_____________________
আজ পল্লবীর শাখায় শাখায় বাতাসের তান,
কানে বাজিছে চিরচেনা সেই কোকিলের গান,
এ রূপে বিভোর আমার খেদ গিয়েছে খোয়া,
যেন সৃষ্টি আজ উল্লাসিত, পেয়ে বসন্তের ছোঁয়া।
নতুন কুঁড়ি গজিছে দেখি বৃক্ষের শাখা ভরে,
জীবনের ন্যায় বৃদ্ধ পাতারা আগেই গিয়েছে ঝরে।
নবীন-বরণে মেতেছ হাওয়া নিজ সুরের তালে,
তারই সাথে নাচিছে পাখি আহারের খোঁজ ফেলে।
বসন্তের এ সাজ সাজ রবে মুখরিত চারপাশ,
উৎসবে মেতে প্রকৃতি তার দেখাইছে উল্লাস।
মুকুলে সেজে রসাল আজ খুশিতে দোলায় মাথা,
কবিতা করেই লিখে নিলাম, বসন্ত ছোঁয়ার কথা।।


0 Comments: