blogging
My Blog
অনলাইন ইনকাম
ব্লগিং থেকে অর্থোপার্জন করার জন্য এখানে 7 টি সহজ এবং লাভজনক উপায়।
Here are 6 easy and profitable ways to make money from blogs
হাই বন্ধুরা , কেমন আছো সবাই। আশা করি ভালোই আছো।
আজ আমরা জানবো
ব্লগ থেকে ইনকাম করার জন্য সহজ ও লাভজনক উপায় গুলো কি কি ?
এর আগের পোস্টে
আমরা জেনেছিলাম ব্লগ কি ? ব্লগ কাকে বলে , এবং ব্লগ থেকে কিভাবে ইনকাম করা যাই এই বিষয়
গূলো নিয়ে ।
আমি আগের
পোস্টে আপনাকে বলেছিলাম যে কোণ কোন উপায়ে ব্লগ থেকে ইনকাম করা যাই । তাই আজ এই পোস্ট
টি শুধু আপনার জন্যই বানানো হয়েছে।
তাহলে চলুন আমরা আজকের পোস্ট নিয়ে আলোচনা
করি,
কিন্তু তার
আগে একটা প্রশ্ন এসে যাই কি কি উপায়ে blog থেকে টাকা আয় করা যাই , তখন কিন্তু নতুন
রা একটু বিভ্রান্ত হয়ে যাই ।
তারা
confused হয় এই কারনে যে একটি ব্লগ তৈরি করে তা থেকে আয় করার কি কি সহজ এবং লাভজনক
উপাই রয়েছে, সেই ব্যাপার টা কিন্তু তারা জানেনা । কিন্তু এই ব্যাপার টা জারা জানে তারা
কিন্তু আজ blogging করে আজ internet থেকে প্রচুর পরিমানে অনলাইন থেকে হাজার হাজার টাকা
ইনকাম করছেন ।
কিন্তু সব
থেকে বড় কথা হলো , আপনি যদি blogging করেন
, আর blogging থেকে প্রচুর পরিমানে অনলাইন থেকে টাকা উপার্জন করতে চান তাহলে আপনার
লেখা পোস্টে প্রচুর পরিমানে visitor আনতে হবে। আপনার পোস্টে যত পরিমানে traffic থাকবে
আপনি internet বা আপনার বানানো blog থেকে ততো পরিমানে টাকা আয় করতে পারবেন ।
এক কথায় বলতে
গেলে , আপনি যে article টা লিখেছেন , সেই আর্টিকেল টা পড়তে আসা লোকের সংখ্যা বেশি পরিমানে
হতে হবে। মানে আপনার visitor যত হবে আপনার
income ও ততো হবে।
ব্লগে ফ্রি ট্রাফিক বা ভিজিটর কিভাবে পাবেন ?
ব্লগে ট্রাফিক
বা ভিজিটর যেকোনো উপায়ে আসতে পারে । এর মধ্যো বেশির ভাগেই traffic বা visitor আসে
google search , yahoo search, bing search, and social media বা paid traffic থেকে
। এই গুলো সবই ট্রাফিক আসতে অনেক সাহায্য করে থাকে আপনার ব্লগের জন্য ।
কিন্তু এর
ভিতর লাভজনক ট্রাফিক গুলোর মধ্যো দারুন ভুমিকা পালন করে থাকে google traffic ,
yahoo traffic , or bing traffic এই সকল সাইট গুলো থেকে আসা ট্রাফিক । এই ট্রাফিক গুলো
লাভ জনক ট্রাফিক বলে প্রমানিত হয়েছে ।
অনেক
blogger আছেন , যাদের বানানো ব্লগ সাইটে প্রচুর পরিমানে ট্রাফিক আসছে , কিন্তু তা সত্তেও
তারা জানেন না কিভাবে ভালো পরিমানে ইনকাম করতে হয় । কিভাবে এই ট্রাফিক কে কাজে লাগিয়ে
অধিক পরিমানে টাকা উপার্জন করবেন এটা তারা জানেন না ।
অনেক
blogger আছেন যারা তাদের ব্লগ পোস্টে ভালো ভালো আর্টিকেল লিখছেন তার পরেও তারা ভালো
টাকা ইনকাম করতে পারছেন না । আবার অনেকেই একেবারেই ইনকাম করতে পারছেন না ।
তাই আজ আমি
এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে কিভাবে ভালো পরিমানে ব্লগ থেকে ইনকাম করতে পারবেন
সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। আমি এখানে সেরা ৬ টি উপাই বলবো যা দিয়ে আপনি আপনার
ব্লগ থেকে ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন।
এই উপায় গুলো
ব্যবহার করে আপনি আপনার ব্লগে ইনকাম করতে পারবেন ।
তাহলে চলুন
, জেনে নেয়া যাক নিজের ব্লগ থেকে কিভাবে এই উপায় গুলো দিয়ে অধেক টাকা আয় করা যাই ।
ব্লগ থেকে আয় করার সেরা ৬ টি উপায়ঃ
আমরা এতোক্ষনে
এটা ওটা নিয়ে আলোচনা করছিলাম এবার জানা যাক আমরা কোন উপাই গুলো দিয়ে
নতুন ব্লগাররা
খুব সহজেই ইনকাম করা যাই ।
ব্লগ থেকে
ইনকামের প্রথমত উপাই হলো যেটা তা নিয়ে আলোচনা করবো ।
১) Google Adsense ( গুগোল এডসেন্স )ঃ
গুগোল এডসেন্স
২০২০ সালের বা এর আগের কয়েক বছর ধরে এটাই প্রামানিত হয়েছে । ব্লগ থেকে অনলাইন ইনকামের
সেরা লাভজনক উপাই এবং জন প্রিয় প্রকিয়া বলে প্রমানিত হয়েছে ।
Google
adsense কি ? এব্যাপারে আমি আরো একটা পোস্টে ভালো করে জানিয়ে দেবো ।
গুগোল এডসেন্স
থেকে কিভাবে ইনকাম হয় তা বুঝতে পারছেন না এই তো,
google adsense থেকে ইনকামের উপাই হলো বিজ্ঞাপন প্রচার করা । গুগোল এডসেন্স
এর মাধ্যমে আপনি আপনার ব্লগে বিভিন্ন ধরনের online advertisements দেখাতে পারবেন ।
আর যখনি আপনার ব্লগে আসা ভিজিটর সেই বিজ্ঞাপনে ক্লিক করবে তখনি google adsense সেই
ad click এর জন্য টাকা প্রদান করে থাকে ।
বিশ্বের বেশির
ভাগ ব্লগার রাই প্রায় ৮০ % লোকেই google adsense এর মাধ্যমেই ব্লগিং করে অধিক পরিমানে
অনলাইন থেকে ইনকাম করছেন।
এর মাধ্যমে
অধিক আয় করার জন্য আপনার ব্লগে অধিক পরিমানে ভিজিটর এর প্রয়োজন হবে ।
Google adsense হলো google এর প্রডাক্টস , তাই আপনার
ব্লগে আসা ভিজিটরের পছন্দ অনুসারে আপনার ভিজিটর কে সেই বিজ্ঞাপন দেখাই ।যার কারনে আপনার
ব্লগে আসা ভিজিটররা সেই ad এ click এর পরিমান বেড়ে যাই ।
তাই আপনার
ব্লগে আসা ভিজিটরের সংখ্যা যখন বেশি হবে তখন আপনি অবশ্যই google adsense এ apply করবেন , কেননা ব্লগ থেকে
ইনকামের এটিই হলো সব থেকে সহজ উপাই ।
২। Affiliate Marketing ( এফিলিয়েট মার্কেটিং )-
এফিলিয়েট
মার্কেটিং কি ? এবং কিভাবে কাজ করে এই এফিলিয়েট মার্কেটিং ? ।
আমরা হয়তো
এক বার না হলেও বার বার শুনেছি এই এফিলিয়েট মার্কেটিং এর কথা। কেনেনা অনলাইন জগতে এই
নাম টা আজ ব্যপক আকারে প্রচারিত হয়েছে ।
তাই আমরা
হয়তা কেউ জানিনা এ ফিলিয়েট মার্কেটিং কি , বিশেষ করে নতুনেরা জানেনা যে এটা কি ,
এফিলিয়েট
মার্কেটিং হলো এমন একটা অনলাইন মার্কেটিং এর মাধ্যম বা প্রকিয়া যেটা থেকে আপনি আপনার
বানানো ব্লগ থেকে একেবারে ভালো পরিমানে বা বলতে গেলে প্রচুর পরিমানে আয় করতে পারবেন ।
কিন্তু এখানেও
আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর এর প্রয়োজন হবে। কেননা আপনার ব্লগে এসে যত মানুষ
আপনার লেখা পোস্ট টি পড়বে ততো পরিমানে আপনি আপনার প্রচার টা তত বেষি মানুষ বা ভিজিটর
এর মধ্যো পৌছাতে পারবেন ।
এফিলিয়েট
মার্কেটিং কি ? এবং এর সকল বিষয় সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুনঃ
আপনি আপনার
ব্লগে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন
আপনি আপনার
ব্লগে এফিলিয়েট ,মার্কেটিং করে যে সকল উপাই গুলো দিয়ে ইনকাম করতে পারবেন তা হলো বিভিন্ন
Digital Products এর মাধ্যমে । যেমনঃ
·
Domain
·
Softwore
·
Hosting
·
Website
Template
·
Online
E-commerce and
·
Others
আপনি আপনার
ব্লগে এই সকল ডিজিটাল প্রডাক্টস গুলো আপনার ব্লগে আসা ভিজিটর দের কাছে মার্কেটিং করে
আপনি আপনার ব্লগ থেকে একটা ভালো পরিমানে মোটা অংকের টাকা ইনকাম করতে পারেন । তার জন্য
আপনাকে এই ডিজিটাল প্রডাক্টস গুলোর Affiliate Link সংগ্রহ করে সেই গুলো কে আপনার ভিজিটর
এর কাছে পৌছে দিতে হবে আপনার ব্লগকে কাজে লাগিয়ে ।
তারপর , আপনার
সেই এফিলিয়েট লিংক গুলোর সাহায্যে আসা সেই ভিজিটর গুলি যদি আপনার লিংকে ক্লিক করে সেই
সব ডিজিটাল প্রডাক্টস গুলো কিনে থাকে তাহলে আপনি সেই সকল প্রডাক্টস এর উপর ধার্য করা
একটা ভালো পরিমানে Commission পেয়ে যাবেন ।
অনলাই জগতে
এমন হাজারো কোম্পানি আছে যারা নিজেদের প্রডাক্টস এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যোমে প্রমোট
করে থাকেন ।
আর আপনাকে
এই সকল কোম্পানির প্রমোট করা প্রডাক্টস এর কাযাবলি বা বৈশিষ্ট গুলো আপনি আপনার ব্লগে
নিজের মত করে লিখে সেগুলো আপনার ভিজিটর দের কাছে প্রমোট করে থাকবেন। যার কারে আপনি
আপনার লেখা ব্লগ থেকে সেই সকল কোম্পানির নিকট হতে ভালো পরিমানে কমিশন পেয়ে যাবেন ।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে ?
মনে করেন
আপনি কোনো কোম্পানির Products বা service নিয়ে কাজ করছেন , এবং আপনি সেই প্রডাক্টের
বা সার্ভিসের আলোকে আপনার ব্লগে কিছু লিখে আপনার ভিজিটরের মাঝে মার্কেটিং করে বিক্রি
করাচ্ছেন । এখন মনে করেন সেই Products বা Service
টি মুল্য নির্ধারিত করা হয়েছে &100 বা &200 ডলার এবং আপনি সেই
Products বা Service টি বিক্রি করার জন্য আপনাকে ১০% , ২০% , বা ৩০% কমিশন বা এর
বেশিও প্রদান করতে পারে ।
এই ভাবেই
এফিলিয়েট মার্কেটিং কাজ করে থাকে । যার কারনে আপনি একজন ব্লগার হয়ে এই মাধ্যম দ্বারা
একটা ভালো পরিমানে আয় করতে পারেন।
ব্লগার থেকে
এফিলিয়েট মার্কেটিং করে আয় করার একটি সহজ এবং লাভজনক উপায় হলো এই এফিলিয়েট মার্কেটিং
করা আয় করা ।
৩। E-Book Sell ( ই-বুক বিক্রি করে )
ই-বুক বিক্রি কি ? এবং কিভাবে করবেন।
মনে করেন
আপনি একজন ব্লগার , এবং আপনার খুব ভালো একটা ব্লগ সাইট রয়েছে। যেটা আপনি সবার কাছ থেকে
বিশ্বাসের সাথে সাথে আপনার ব্লগটাকে একটা ব্রান্ড এ পরিনত করেছেন।এবং আপনার সেই ব্লগে
প্রতেক দিন হাজার হাজার লোকেরা বা ভিজিটর আসবেন । আপনার ব্লগের আর্টিকেল পড়ার জন্য
।
সেক্ষেত্রে
, আপনি আপনার ব্লগে পড়তে আসা ভিজিটর বা আপনাকে বিশ্বাস করে ওঠা ভিজিটর দের কথা মাথায়
রেখে , তাদের কথা চিন্তা করে , তারা কি চায় তাদের ইন্টারেস্টের কথা গুলো যাচায় বাচাই
করে আপনি তৈরি করতে পারেন একতি E-Book । এবং সেই সকল ভিজিটরদের কাছে আপনি আপনার সেই
“ই-বুক” বিক্রি করতে পারেন ।
আপনি আপনার
এতোদিনের Experience বা আপনার Knowledge কে কাজে লাগিয়ে তৈরি করতে পারেন একটি কোর্স
। হতে পারে সেটি অনলাই টিপস, হতে পারে ব্লগিং টিপস, ইন্টারনেট টিপস, কম্পিউটার টিপস,
বা যে কোনো ধরনের টিপস ।
তারপরে, আপনি
যখন আপনার সেই কোর্স্টি আপনার ব্লগে আসা ভিজিটরদের কাছে বিক্রি করবেন , হতে পারে সেটার
দাম ১০০০ টাকা । এবং আপনি যদি আপনার সেই কোর্স্টি প্রতেক মাসে ১০ টা করে বিক্রি করতে পারেন তাহলে আপনি মাসে ইনকাম
করছেন ১০০০০ টাকা । তাহলে ব্লগ থেকে আপনার কোর্স্টি বিক্রি করে আয় করলেন ১০০০০ টাকা
। একটা ভালো পরিমানে ইনকাম হলো ই-বুক বিক্রি করে।
কিন্তু একটা
কথা , নতুন অবস্থাই আপনি কিন্তু এটাতে মোটেও ফল পাবেন না, বা আপনার কোনো লাভ হবে না । কেননা নতুন অবস্থায়
আপনার ভিজিটর আপনাকে বিশ্বাস করতে চাইবে না । আর না করারি কথা ।
তাই, আপনার
ব্লগের নাম একটা ব্রাড হয়ে দাঁড়াবে, যখন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে , আপনার ব্লগে
পড়তে আসা পোস্ট গুলো যখন ভালো মানের হবে , তাদের চাহিদাকে পুরন করবে তখনি আপনি আপনার
( E-Book ) বিক্রি এর কাজ শুরু করতে পারবেন
।তখনি ই-বুক হতে সেল পাওয়ার এবং ইনকাম করার সহজ উপাই হিসাবে পরিনত হবে ।
ব্লগিং থেকে
ইনকাম করার একটা সহজ এবং লাভজনক উপাই হতে পারে , যদি আপনি আপনার ব্লগকে একটা ভালো ব্রান্ডে
পরিনত করতে পারবেন ।
৪। Advertisement Platforms ( বিজ্ঞাপন দেখিয়ে আয় )
ব্লগ থেকে ইনকামের একটি সহজ পন্থা হলো বিজ্ঞাপন প্রচার
করা । বা বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা । বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার একটি সেরা বা সবার
উপরে একটি সাইট হলো Google Adsense ।
কিন্তু আমরা
যারা নতুন ব্লগার তারা এই গুগোল এডসেন্সের সাথে কাজ করতে অনেক সমস্যায় পড়েন । অনেকে
আবার google adsense এর approval পান না । যার কারনে তারা তাদের ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে
ইনকামের সহজ প্রক্রিয়াটা ব্যবহার করতে পারেন না ।
যার কারনে
তারা তাদের ব্লগে বিজ্ঞাপন দেখানোর জন্য অনেক সার্চ বা নেট ঘাটা ঘাটি করেন , দেখেন
এমন কোনো সাইট আছে কিনা বিজ্ঞাপন প্রচারের জন্য ।
কিন্তু আপনি
কি জানেন , ইন্টারনেটের জগতে এমন অনেক সাইট আছে যারা অন্যের লেখা ব্লগে বিজ্ঞাপন প্রচার
করিয়ে থাকে । ইন্টারনেটে google adsense এর বিকল্প সাইট ও আছে যারা বিজ্ঞাপন প্রচার
করে ।
আপনি এই বিকল্প
মাধ্যম গুলো ব্যবহার করে আপনার ব্লগে আর্টিকেল লিখে তাতে Advertisement বা বিজ্ঞাপন
দেখিয়ে এডসেন্সের মতো ভালো টাকা আয় করতে পারেন ।
তাই, আপনি
যাতে এই বিকল্প সাইট হতে ইনকাম করতে পারেন আমি তার কিছু নাম বলে দিচ্ছি
গুগল এডসেন্সের কিছু বিকল্প সাইটঃ
v
Media.net
v
Infolinks
v
Propeller
v
Yllix.com
v
Adstera
v
Others
এই ধরনের
কোম্পানি গুলো ব্যবহার করে আপনি আপনার ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ভালো পরিমানে ইনকাম করতে
পারেন এডসেন্সের মতোই ।
তাই আমি তাদের
কে বলবো , যারা গুগল এডসেন্সের এপ্রুভাল পাচ্ছেন না তারা এই ধরনের কোম্পানি গুলো ব্যবহার
করে এই কোম্পানি বা সাইট এ রেজিস্টেশন করে তাড়াতাড়ি বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম শুরু করে
দেন ।
৫। Direct Paid Promotion
ব্লগ বানিয়ে অনলাইন থেকে ইনকাম করার আরো একটি সহজ ও লাভজনক উপায়
হলো আপনার ব্লগে পেইড প্রমোশন করা ।
পেইড প্রমোশন
বলতে , আপনার ব্লগে অন্য কোনো কোম্পানির অফারকে প্রমোট করা বা তাদের প্রডাক্টস কে আপনার
সাইট হতে প্রমোশন করা ।
আপনার যদি
একটি সফল ব্লগ সাইট থাকে তাহলে আপনি সেই ব্লগ থেকে পেইড প্রমোশন করে ইনকাম করে সহজ
বা লাভজনক উপাই বলে প্রমানিত হতে পারে ।
কিন্তু তার
জন্য আপনার ব্লগে উন্নত মানের এবং কাজের ভ্লো বা হাই কোয়ালিটি মানের আর্টিকেল থাকতে
হবে । এবং সেই আর্টিকেল গুলি ভালোভাবে প্রমোট করতে হবে ।
তারপরে যখন আপনার ব্লগে প্রতি মাসে
ভালো পরিমানে ভিজিটর বা ট্রাফিক ব্লগে ভিজিট করবে তখন
আপনি সেই সময় আপনার ব্লগে এই পেইড প্রমোশন
করা শুরু করে দিতে পারেন ।
মানে আপনার ব্লগ যখন অনেক জনপ্রিয় বা ফেমাস হয়ে
উঠবে , তখন আপনার ব্লগে এসে বড় বড়
কোম্পানিরা আপনার ব্লগকে অফার করবে যে আপনি তাদের
প্রডাক্টস বা সার্ভিসকে
প্রমোট করার
জন্য।
আর
তখনি আপনি আপনার ব্লগে এই পেইড প্রমোশন
কাজ করতে পারবেন । আবার কিছু
কিছু ক্ষেত্রে আপনি তাদের কাছে এই অফারটি ও নিয়ে যেতে পারেন
আপনার ব্লগে প্রমোশন করার জন্য ।
এইভাবে
আপনি আপনার ব্লগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির offer বা service প্রমোশন বা প্রমোট
করে একটা ভালো পরিমানে টাকা আয় করতে পারেন । আপনার ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখে ।
কেননা
এখনকার যুগ হলো ইন্টারনেটের যুগ , তাই আপনাকে তাদের অফার প্রমোট করা বা প্রমোমশন করা
ও আপনার কাছে অনেক সহজ হয়ে থাকবে ।
৬। পেইড গেস্ট পোস্টিং ( Paid Gest Posting )
ব্লগ থেকে
ইনকাম করার আরো একটি সহজ বা লাভজনক উয়ায় হলো পেইড গেস্ট পোস্টিং ।
গেস্ট
পোস্টিং মানে হলো , মনে করেন আপনার একটি ব্লগ আছে এবং আপনার ব্লগাও অনেক জনপ্রিয় হয়ে গেছে , এখন অনেক ব্লগাররা আছেন যারা আপনার
ব্লগে তাদের সার্থ্বের জন্য আপনার ব্লগে আর্টিকেল লিখতে চাইবে ।
এখন আপনি
মনে করছেন তারা আপনার ব্লগে কেনো আসবে আর্টিকেল লিখতে এই তো ?
আপনি কি
জানেন গুগোল হতে অধিক পরিমানে ফ্রি ট্রাফিক পেতে হলে আপনার সাইটে backlink এর প্রয়োজন
রয়েছে । আর তারা যখন আপনার ব্লগে আর্টিকেল লিখতে আসবে তার কারন হলো তারা সেই আর্টিকেলে
তাদের url address তাদের লেখা আর্টিকেলে
add করে দেবে । যার কারনে তারা আপনার ব্লগ হতে backlink পেয়ে থাকবে ।
তাদের
গেস্ট পোস্টিং করার আরো মানে হলো তারা তাদের ব্লগের আর্টিকেল এর মার্কেটিং বা
প্রচার আপনার ব্লগে এসে করে আপনার ব্লগ থেকে কিছু সখ্যক ভিজিটর বা ট্রাফিক তাদের
ব্লগে নিয়ে যাবে এই জন্য ।
এবং নতুন
ব্লগাররা আপনার ব্লগে এসে guest posting করে তারা তাদের ব্লগের backlink quality আরো
অধেক বাড়িয়ে নেবে । কেননা গুগোল এ আপনার ব্লগ এর র্যাংকিং এ আনতে হলে ব্যাক্লিং অনেক
দরকারি ।
যার কারনে
আপনি এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি আপনার সাইটে গেস্ট পোস্টিং করে আপনার ব্লগ হতে সহজ
ভাবে অধিক টাকা ইনকাম করতে পারেন ।
আর এই
উপায়ে অধিক টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার ব্লগকে একটি ব্রান্ডে পরিনত করতে হবে
। তার পরে আপনি ভালো ইনকাম করতে পারবেন । এর পরে আপনি আপনার নিজের মত করে একটি নির্দিস্ট
পরিমানে টাকা ধার্য করবেন । হতে পারে এক একটি পোস্টের জন্য ১০০ হতে ৫০০ বা তারও বেশি
করতে পারেন , কিন্তু সেটা আপনার ব্লগের ব্রান্ড দেখে ।
আমার শেষ কথাঃ
তাহলে বন্ধুরা
, কিভাবে ব্লগ হতে কোন ৬ টি উপায়ে উপায়ে সহজেই ইনকাম করা যায় তা আমি আপনাদের বলেছি
। আশা করি আপনি বুঝতে পেরেছেন । এবং আরো বলেছি কিভাবে ব্লগে ভিজিটর পাবেন ।
কিন্তু হ্যা
, আপনি আপনার ব্লগ হতে এই ৬ টি ছাড়া অনেক গুলো মাধ্যমে ইনকাম করতে পারবেন । কিন্তু
বেশির ভাগ ব্লগার রাই এই মাধ্যম ব্যবহার করে অধিক পরিমানে ইনকাম করছেন।
আর সব থেকে
বড় কথা হলো , আপনি সকল উপায়ে ইনকাম করতে পারেন যদি আপনার ব্লগে ভিজিটর বা ট্রাফিক বেশি
পরিমানে ভিজিট করে থাকে । কারন ব্লগ বা যেকোনে মাধ্যম হতে ইনকামের একটিই মাত্র হাতিয়ার
হলো ভিজিটর বা ট্রাফিক ।
আপনার ব্লগে
ইনকাম বাড়াতে হলে এটির দিকে বিষেশ ভাবে খেয়াল রাখতে হবে ।
ধন্যবাদ বন্ধুরা ।


0 Comments: