আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন , তাহলে আপনি হয়তো ততোটা জানেন না যে, কিভাবে ব্লগে বা আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন।
আর আপনি যদি না পারেন তাহলে চলুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেই।
তাহলে চলুন কিভাবে ব্লগে লোগো যুক্ত করবেন দেখে আসি।
আর হ্যা, আমার এই পোস্টি যডি কোনো উপকারে আসে তাহলে একটা কমেন্ট এবং শেয়ার করবেন এটাই আমার দাবি ।
কিভাবে আপনি আপনার ব্লগে বা ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন।
প্রথমে আপনি আপনার ব্রাজার থেকে " blogger.com"সাইটে প্রবেশ করেন।
এবং আপনার "blogger Dashbord" এ যান।
"Blogger Dashbord" এ যাওয়ার পরে " Layout" অপশন টাতে "click" করুন।
এরপর , ব্লগ লোগো ওখান থেকে "Edit" অপশনে "click" করুন।
"edit" অপশনে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন পেজ বা একটি পপআপ পেজ ওপেন হবে।
সেখানে আপনি "blog title" এ আপনার সাইটের নাম প্রবেশ করাবেন।
তার পরে আপনার ব্লগ ডেসক্রিপশন দিবেন ।
তার পরে , " choose File" এ ক্লিক করবেন।
আপনি এখানে দুই ভাবে আপনার লোগো যুক্ত করতে পারেন।
- একটা হলো সরা সরি আপনার পিসি বা কম্পিউটার থেকে।
- আর পরের টা হলো আপনার ব্লগের ওয়েব "URL" দিয়ে।
কিন্তু আপনার এখানে কম্পিউটার বা পিসি হতে কিভাবে লোগো যুক্ত করবো তা এখানে দেখাবো।
তাহলে চলুন পরের অংশ টা দেখে আসি।
" choose file" এ ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার পিসিতে নিয়ে যাবে।
আপনার কম্পিউটার ফাইল হতে আপনি আপনার লোগো টা সিলেক্ট করে "open" bottom টাতে ক্লিক করবেন।
তার পরে আপনার লোগো যুক্ত করে চিত্র অনুসারে তীর চিহ্ন দেখে সিলেক্ট করবেন, এবং " save" বাটমে ক্লিক করবেন।
এর পরে আপনি আপনার সাইটে চলে যাবেন এবং রিফ্রেশ করবেন তাহলে দেখতে পাবেন । আপনার ব্লগ সাইটে লোগো যুক্ত হয়ে গেছে।
আশা করি পোস্টটা শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ,
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgAsh0R7kcOimEHba1ztvPWkEdRttZ6zHGW27gl59pbIe4tIyKWqxCJzpakJIhlmd8Zuf7l5HrwEsB9GW0hwCbufLmaFdN4xdH81nkqqvG9ebRcPAcvFWfz_PCD8O93nOOI2HGhQNqzPa_/w640-h390/blogger-logo-add.png)
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfa56TxXLpu02awbIcl5IEWhhnYEyLnilQmXIyoTHtzf1jRTm1teTf9F3lLprCbaX_cGPLmjXwclv0QKWNB-jDr02UmskTYzd4Na3OaO0HjEclopMAG1KFCZQGvRNDyjK07q3SIouNh6z1/w640-h254/add-blog-logo.png)
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpYeaOk1afsePes590Yb5DgdnTURh3UF8CESU0925jpsp2v5a0kekPeGFXIU3eiHXppxCeyIa43sLYCfsLuYGzojPQC4xdrJneSA5uBOWI5LrRPQyTbNA6loLJvd2rTHmcetz5OLMfj4ZZ/w552-h640/blog-logo-add-2.png)
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiciMvDNpImv_AUcVlEPo3eVOMlnMXC7crDNkQtpK7LLHHUem3KlmpiK7MPWQjFv2tEPVH7Nr76pfJqn2CzUQrJ3iSuQ20vrX76xDo-0OnARA3cO_N8UAen1wJMfWjBtkyaJ13MofLzyt4/w600-h640/blog-add-logo-3.png)
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0wy76TLoSXegUvwdJ9TWAFSczhV_vwd-7GGIgIFFOcGBSBkgiWQRG7IVNp7w6u8pRGGQ2qud-XJ8GZhsbVFIRnVkRvY8Fj3DL8XXNe-b9FLBtNy8E8T4ypwDBm7MbwGXhasD9Lu5Kh5BL/w640-h337/blog-logo-add-4.png)
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaOsOcikDysW1JwVvBqgeLtEheyXCmUvDpdIXGWNIXO8XUjh9Eo8V0uYHZY3QQK4c5JGcPw8sYGQvcrth32MARoDIo_RyosJWe-NLrKlzilQ5OaDJawlUR-GtAX-FzpG7DRW3__QgvHeI7/w574-h640/blog-logo-add-5.png)
![কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ] কিভাবে আপনার ব্লগস্পট সাইটে লোগো যুক্ত করবেন [ স্টেপ বাই স্টেপ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlT3cxryjVCereIzqjjsdQYO1NmYSBdBcKrU3wEmhBkmX5k6xVgg68j23NcRcWGyHJ4iJrUOxgN6UDp1wq2mlHRPvg6za1Nd_VHq6m_a4ta9t5qFCiojORQAC5Ui-VlNZVxYPfxEpItNzU/w640-h218/blog-add-logo-6.png)

0 Comments: