Headlines
Loading...
ভালোবাসা ইমোশনাল কস্টের এস এম এস | Love Sad Emotional Bangla SMS

ভালোবাসা ইমোশনাল কস্টের এস এম এস | Love Sad Emotional Bangla SMS


ভালোবাসা ইমোশনাল কস্টের এস এম এস | Love Sad Emotional Bangla SMS 

ভালোবাসা ইমোশনাল কস্টের এস এম এস | Love Sad Emotional Bangla SMS


ইমোশনাল কষ্টের এস এম এস ১

তুমি সেই স্বপ্নপরি যাকে নিয়ে স্বপ্ন দেখি । তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে । তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি ।


ইমোশনাল কষ্টের এস এম এস ২

তুমি আমার দৃষ্টি সীমার বাইরে হতে পা্‌র কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয় । তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয় । আমি তোমার কাছে কিছু না হতে পারি । কিন্তু তুমি আমার জীবনের সবকিছু ।

ইমোশনাল কষ্টের এস এম এস ৩

হতে পারে তুমি মন থেকে দুরে তথাপি রয়েছো মোর নয়নপুরে । হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো পরশেরই ভিতরে । কারণ ভালোবাসি শুধুই তোমারে ।

ইমোশনাল কষ্টের এস এম এস ৪

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো, আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি । তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না ঠিক তেমনই করে সে আমার ভালোবাসা বুঝে না ।

ইমোশনাল কষ্টের এস এম এস ৫

নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই শুধু মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় । আসলে থাকে না কারো মনে ভালোবাসা , স্বার্থের লাগি কাছে আসে মনে অন্য আশা । স্বার্থ পুরিয়ে গেলে , দুঃখ দিয়ে কেটে পড়ে ।


ইমোশনাল কষ্টের এস এম এস ৬

শীতের চাঁদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন । বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।


ইমোশনাল কষ্টের এস এম এস ৭

নরম হাতের সুইট লেখা | বন্ধু আমি ভেরী একা | চাঁদের গায়ে জোসনা মাখা, মনটা আমার ভীষন ফাঁকা | ফাঁকা মনটা পূরণ করো, একটু আমায় স্বরন করো |

ইমোশনাল কষ্টের এস এম এস ৮

যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালোবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভা্লোবাসার ফুল ফুটাবোই ।

ইমোশনাল কষ্টের এস এম এস ৯

তুমি সেই কবিতা ! যা প্রতিদিন ভাবি…. লেখতে পারিনা । তুমি সেই ছবি ! যা কল্পনা করি…. আঁকতে পারি না । তুমি সেই ভালোবাসা ! যা প্রতিদিন চাই…. কিন্তূ তা কখনোই পাই না ।

ইমোশনাল কষ্টের এস এম এস ১০

জীবন কারো জন্যে থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝেই থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে !

ইমোশনাল কষ্টের এস এম এস ১১

আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকা হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমায় আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবে , শুধু ভালবেসো আমায় !!

ইমোশনাল কষ্টের এস এম এস ১২

ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য । শিশির ভেজা ফুলের মত পবিত্র । কিন্তু সময়ের কাছে পরাজিত । বাস্তবতার কাছে অবহেলিত ।


ইমোশনাল কষ্টের এস এম এস ১৩

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিন্তু আমি চাইছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালোবাসতে ।

ইমোশনাল কষ্টের এস এম এস ১৪

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছুই খোঁজে না তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছুই বুঝতে চাইনা তোমায় ছাড়া ।

ইমোশনাল কষ্টের এস এম এস ১৫

ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে .. মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !.. বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে .. আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে..

ইমোশনাল কষ্টের এস এম এস ১৬

ভালোবাসা মানে তুমি কতবার ‘’তোমাকে ভালোবাসি’’ বলতে পারো তা নয়…, ভালোবাসা হলো তুমি কতবার ‘’তোমাকি ভালোবাসি’’ কথাটি প্রমান করতে পারো সেটা


ইমোশনাল কষ্টের এস এম এস ১৭

যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে…? যদি কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ, তুমি কী তখন জ্বালাবে আলোর দ্বীপ.? যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কী আমি থাকবো তোমার মনের সীমান্তে.?


ইমোশনাল কষ্টের এস এম এস ১৮

এই পারে যদিও মোদের, নাই বা হয় দেখা! ঐ পারে সঙ্গী হবো, ভেবো না তুমি একা! ভালবেসে তোমায় আমি, জীবন ও দিতে পারি! তোমায় পেলে সুখের সাথে ও, দেবো আমি আড়ি!


ইমোশনাল কষ্টের এস এম এস ১৯

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥ যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥


ইমোশনাল কষ্টের এস এম এস ২০

এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥


ইমোশনাল কষ্টের এস এম এস ২১

মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে, পাওয়া য়ায় না কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী ভালবাসার মানুষের মনে

ইমোশনাল কষ্টের এস এম এস ২২

ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস । জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ ।


ইমোশনাল কষ্টের এস এম এস ২৩

খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে , তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে । কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।


ইমোশনাল কষ্টের এস এম এস ২৪

টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে.

ইমোশনাল কষ্টের এস এম এস ২৫

সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।




ঐ বিশাল আকাশের কষ্টকি মানুষেরচেয়েও বেশি?ইচ্ছে হলেই তো আকাশ তারজমে থাকা কষ্টগুলোবৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ?কিছু মানুষআছে যারা জমে থাকা কষ্টগুলোঅশ্রুহয়ে ঝরিয়ে দিতে পারে না।বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে।আর সেই কষ্টগুলো ধারনকরার ক্ষমতাওই বিশাল আকাশেরও









এমন কেন... খেলো আমায় নিয়ে... পেয়ে হারাবার ব্যাথা.. যাও কেনো দিয়ে... জীবন যেন.. খেলছে নিঠুরখেলা. ভলবাসা যায় ঢেকে... অবহেলায় হায়..... কেনো.. এভাবে কাদাও যেন.. ভালবাসা কোনো হাসি খেলা পুরানো। ভাললাগেনা কেন। এভাবে কাদাও যেন ভালবাসা কোনো হাসি খেলা পুরানো। ভাললাগেনা কেন। অবেলায় না বলা.. আবেগে জড়িয়ে.. এমনে একেছি কত যে ডেকেছি যে.. তোমায়...অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে.বোঝকি সে কথা না বলা ব্যাথা যে মার.....





এখনো তুমি আমার পাশেই আছো ,, এখনো তোমায় প্রতিদিনই দেখি । কিন্তু এই এখনকার তুমি আর সেই আগের তুমিনা,বদলে যাওয়া সময়ের
মত,ঘড়ির কাটার মত,রংধনুর সাত
রংয়ের মত নিজেকে পরিবর্তন
করেছো।বিবেক হীন হয়ে গেছো।
জানিনা কেন বা কোন কারনে?
সেটা তুমিই ভাল জানো । আমার
ভালবাসায় তো কোন কিন্তু
ছিলনা , ছিলনা কোন ভূল। তবে
কেনো হারাতে হলো তোমায় ।
প্রশ্ন করবোনা কেন এমন করলে??
জানতেও চাইবোনা কি এমন ভূল
ছিল আমার ? মিতু শুধু একটাই প্রশ্ন তোমার
কাছে অামি কি কোনোদিনও
তোমার
ছিলাম না ? আমাকে কি এক
মুহূর্তের জন্য ও তোমার করে
ভাবোনি ??








আর কেদে কিহবে, তুমায়ত না আর ফিরে পাওয়া জাবেনা,একথা মন কেন বুঝে না,মন বলে ফেলে আসা দিন গুলু কি চিল সবি চলনা,তবে কিভাবে মেনে নেব আমি এই পরা জয়,আমার ভালবাসা ত চিল না অভিনয়...




আর কত ভালবাসলেভালবাসবে তুমি আমায়আর কত কাঁদলেগলবে তোমার হৃদয়।আর কত রাত জাগলেবুঝবে তুমি আমায়আর কত অপেক্ষা করলেশেষ হবে অপেক্ষা আমার।আর কত দিন কাটলেআসবে তুমি কাছে আমারআর কত পোড়ায়েখাটি করবে আমার হৃদয়।আর কত সাগরে ভাসলেদেখা দিবে তুমি আমায়আর কত পরীক্ষার পরশেষ হবে আমাকে জানার।















আামি অনেক কষ্টে আছি বাংলা সেরা কষ্টের এস এম এস ভালোবাসার মেসেজ


আমি থাকবো তোমার অপেক্ষায়

গুচ্ছপাতার মতো বুনন করে, কথামালা

উপহার দেব বলে। সন্ধ্যা প্রদীপের

আলোর মতো, মিষ্টি আলো তোমার

মনে ছড়াবো বলে। আমি থাকবো

তোমার অপেক্ষায়, যেখানে তুমি

তোমার শেষ কবিতার শিরোনাম

রচনা করেছিলে। প্রকৃতির আদল অঙ্গে

মেখে, তোমার জন্য অতি সাধের

সাজ- সজ্জায় এই গোধূলি বেলায়, একটু

উচ্চ ভালবাসা দেবার একাগ্রতায়

ঠিক সেখানটায়, আমি থাকবো

তোমার অপেক্ষায়। আসবে কি তুমি,

আমার ভালবাসা দুহাত ভরে নেয়ার

আশায়।









আমি এখন বলব না তুমায় যে ছুটে চলে এস! কিন্তু বলবয্তক্ক্ন না তুমি আমার কাছে আসারঅনুম্তি পাচ্ছ ততদিন পর্জ্ন্ত আমি তুমার অপেক্কায় থাকব,,, আমার দ্রিড় বিস্বাস তুমি অনুম্তি এক্দিন পাবেই,,,




আমি আছি শেষের পথে আর তুমি

সূচনায়।শেষের পথে দাঁড়িয়ে

ভালোবাসি আমি শুধুই তোমায়।

ভালো তোমায় বেসে একদিন

যাব আধারে মিলিয়ে।আসব না আর

আলোর পৃথিবীতে।তুমি থেকো

অনেক সুখে।তুমি সুখে থাকলে

আধারে মিলবে আলোর

সন্ধান,এটাই হবে তোমার

ভালাবাসার প্রতিদান।

# শেষের_পথে_আমি




আমার হৃদয় গহীনে তোমায়

পেয়েছি কি সাধনে

তুমি আমার কত যে আপন,

বুঝাবো তা কেমনে

এই জীবনে হারাবার নেইতো কিছু

আর

হারালো এই মন তোমাতে

সুখের ঠিকানা নেই অজানা

তুমি রয়েছো এ সাথে

তুমি এলে রাঙালে মন

দুচোখে জ্বেলে দিলে রঙিন স্বপন

আড়ালে…হারালো যত বিস্বাদের

ক্ষণ।




আমি আগ্নেয় গিরির মতো জ্বলে

উঠতে পারি,

গলেও যেতে পারি মমের মতো।

নির্বিঘ্নে আমি হাসতে পারি,

থাকে যদি বুকে হাজারও ক্ষত।

আমি হতেও পারি কারো মনের

মানুষ,

হতেও পারি কারো প্রিয়জন।

আমি পারি যতটা নির্মম হতে,

হতে পারি ঠিক ততটাই দরদী।

আমি সারাটা জীবন তোমাকে,

আগলে রাখতে পারি এ বুকে,

নির্মম হয়ে তেমনি করে,

ভুলেও যেতে পারি তোমাকে।

# আমি_কি_সত্যিই_পারি ?




আামি অনেক কষ্টে আছি বাংলা সেরা কষ্টের এস এম এস ভালোবাসার মেসেজ


আমার প্রতিটা এস এম এস এ হয়তো তুমি রাগানিত হউ। কিন্তু কি করবো বলো,তোমার ফোনটা ও বন্দ। ভালোবাসা বহনের আর কুনো বাহন আমার জানা নেই।আর কখনোই এস এম এস করবো না তোমাকে।কখনোই অধির অপেক্ষা নিয়ে বসে থাকব না তুমার একটা ফোন কলের আশায়।কখনোই আর বলা হবে না,সব ভুল আমার ছিলো। ক্ষমা করে দিয়ে ফিরে আসো,ফিরে









আমার প্রতিটা এস এম এস এ হয়তো তুমি রাগানিত হউ। কিন্তু কি করবো বলো, তোমার ফোনটা ও বন্দ। ভালোবাসা বহনের আর কুনো বাহন আমার জানা নেই। আর কখনোই এস এম এস করবো না তোমাকে। কখনোই অধির অপেক্ষা নিয়ে বসে থাকব না তুমার একটা ফোন কলের আশায়। কখনোই আর বলা হবে না, সব ভুল আমার ছিলো। ক্ষমা করে দিয়ে ফিরে আসো, ফিরে




আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়, মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়, জলে আগুন পরবাসি বুকের ভিটায়, চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়। ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া, তবু কেন তোমার তরে লাগে যে মায়া। মনে ভাসে সারা লগন তোমারই ছবি, তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই। জলে আগুন পরবা




আামি অনেক কষ্টে আছি বাংলা সেরা কষ্টের এস এম এস ভালোবাসার মেসেজ







আমার একপুটা চুখের জলের জন্ন জদি তুমি ভাল থাক। তাহলে আমি সারা জীবন কেদে জাব। তবুও বলব জাকে ভালবাসি। তাকে মন থেকে ভালবাসি।




আনন্দ = f(x,y,z)

x = কষ্ট,y = দুঃখ,z = বেদনা

দুঃখ = বেদনা

আবার,

বেদনা = কষ্ট

তাহলে,দুঃখ = কষ্ট = বেদনা

অতএব,,,,,

আনন্দ - f(x,y,z) = 0........আনন্দ = f(x,y,z)

x = কষ্ট,y = দুঃখ,z = বেদনা

দুঃখ = বেদনা

আবার,

বেদনা = কষ্ট

তাহলে,দুঃখ = কষ্ট = বেদনা

অতএব,,,,,

আনন্দ - f(x,y,z) = 0........














আামি অনেক কষ্টে আছি বাংলা সেরা কষ্টের এস এম এস ভালোবাসার মেসেজ




আজ নিজে নিজে নীরবে কাঁদছি,

যে কান্না হয়তো মরণ হলে শেষ

হবে । 

তবে সত্য বলতে কি জানো মিতু আমি

তোমাকে আজও ঠিক আগের মতোই

ভালোবাসি ।




আজ কের এই দিন গুল,, কাল স্রিতি হয়ে জাবে। মনের কুন পাথাই লিখা হয়ে রবে। কাল এই পাথা গুলু ঊল্টিয়ে দেখ, সেই সব স্রিতির মাজে আমায় খুজে পাবে।








Hello, my name is Md. Al-Amin Hossain, I am a student, Honors from National University. But my only desire is to do something for others, to learn something for myself, and to give it to others. So I opened this blog site for myself and to help others (Agragāmī). The sole purpose of this site is to help others. One thing is for sure, not everything can be done on its own, so I did as much research as I could in Chester and reorganized it as my own. Maybe I collaborated on someone's post in the middle of my research, but like you, I have the same purpose of teaching others. So if you don't find me wrong, I will try to teach you something with your help, InshaAllah.

0 Comments: