🔰আপনি কি একজন ছাত্র / বেকার , অযথা বসে আছেন । তাই একেবারে বসে না থেকে শুরু করে দিতে পারেন অনলাইনে প্রডাক্টস সেলের কাজ ।
🎭 ফেইসবুক মার্কেটপ্লেস / অনলাইনে প্রডাক্ট সেল করার অভিজ্ঞতা আছে এবং প্রোডাক্ট সেলস এর সাথে জড়িত আছেন তাহলে আপনার জন্য আমাদের এই কাজ টা । বা যারা একেবারে নতুন তারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এক্ষুনি। কাজের ডিটেলস সম্পূর্ন্টাই লেখা আছে আপনি পড়ে সহজেই শুরু করে দিতে পারেন ।
কাজের ধরনঃ
🎟️ প্রতিটি প্রোডাক্ট এর একটি নির্দিষ্ট অ্যাডমিন মূল্য নির্ধারণ করা থাকবে, আপনাকে সেই মুল্য থেকে বাড়িয়ে সেল করতে হবে এবং সেই অ্যাডমিন মূল্য থেকে অতিরিক্ত যেটা সেল করবেন সেটা আপনাকে আপনার কমিশন বা প্রফিট হিসাবে দিয়ে দেয়া হবে । 😍
উদাহরন ঃ
>>> মনে করেন ,আপনি একটা টিশার্ট সেল করবেন, আমরা সেই টিশার্টের পাইকারি বা হোলসেল বা এডমিন প্রাইজ দিয়ে রাখবো , এবং কত টাকা পর্যন্ত সেল করতে পারবেন সেটার একটা লিমিট দিয়ে দিবো ।মোট কথা বলতে গেলে মূলধন ছাড়াই ব্যাবসার সুযোগ 🔥
💥 যেহেতু আমাদের প্রোডাক্টগুলো গুলো ১০০% অরেজিনাল তাই ক্রেতার চাহিদা হবে তুলনামূলক বেশি। প্রডাক্টের উপর ভিত্তি করে অন্যদের ছাড়া প্রাইজ কম বেশি হতে পারে। এক কথায় ভালো জিনিসের ভালো দাম ।
আমাদের প্রডাক্টস গুলোঃ
- Men's Clothing
- Women's Clothing
- Electronics
- Home & Kitchen items
- Beauty Products
- Fashion Products
- Home Decor
- Kids
- Gadget & Electronics
- ETC
কাজ করতে গেলে কি কি লাগবেঃ
💖 যেকোনো স্মার্টফোন থেকে করতে পারবেন ।
💖 বাসাই বসেই করতে পারবেন যেকোনো সময়
💖 এন্ট্রি ফী এর ঝামেলা নেই।
💖 অভিজ্ঞতা যদিও আবশ্যক নেই। (থাকলে আপনার সুবিধা হবে 🙂
কাজের নিয়ম: আপনাকে পণ্যের ছবি দাম এবং পন্যের বিবরণ দেওয়া হবে।
আপনি সেগুলাে ফোনে সেভ করে বা লেখা কপি করে বিভিন্ন গ্রুরুপে /মার্কেটপ্লেসে, মার্কেটিং করবেন বা পোস্ট করবেন নিজের মতাে করে। এবং যে ভাবে হোক সেল করবেন , আপনার বিজনেসের মতো করে ।
যখন ক্রেতা/কাষ্টমার ,অডার নিশ্চিত /কনফার্ম করবে। তখন আপনি ১. তার নাম; ২. মােবাইল নাম্বার; ৩. ঠিকানা: ৪. পণ্যের ছবি ও পরিমানদিয়ে; ৫. আমাদের ইনবক্স করবেন। বা অর্ডার সাবমিট করবেন । আমরা নিজ দায়িত্বে পণ্য কাষ্টমার/ক্রেতার কাছে। পৌঁছে দিবাে।আপনাকে ঝামেলা করতে হবে না । ডেলিভারি কার্যক্রম সম্পূর্ণ হলে আপনার টাকা। আপনাকে বিকাশ মাধ্যমে বুঝিয়ে দেয়া হবে।
করণীয়: আপনি যদি কাজটি করতে চান তাহলে, নিচের দেয়া লিংকে ক্লিক করে , সরাসরি আমাদের মেইন গুরুপে জয়েন হয়ে কাজ শুরু করে দিতে পারেন । জয়েন হয়ার কিছুক্ষনের ভিতর আপনার রিকুয়েস্ট এপ্রুভ করা হবে। জয়েন কনফার্ম হলেই কাজ শুরু করে দিতে পারবেন।
কাজের জন্য এই গুরুপে যোগদান করুন ,
মেইন গুরুপ লিংকঃ
১। https://www.facebook.com/groups/783681193067726
>> অথবা আপনি যদি একেবারেরই নতুন হন , কোনো কাজ না জানেন তাহলে নিচের দেয়া লিংকে করে কাজ শিখে নিতে পারেন ।>> এখানে ক্লিক করুন <<
জয়েন রিকুয়েস্ট দেয়ার পরে অবশ্যয় সেলার কোড এবং ম্যাছেঞ্জার গুরুপে জয়েন করার জন্য এডমিন কে মেছেজ করতে হবে। সেলার কোড ব্যতিত অর্ডার গ্রহন করা হবে না । তাই ম্যাছেঞ্জার গুরুপে এড নিয়ে সেলার কোড নিতে হবে।
এডমিন মেছেজ লিংকঃ মেছেজ করুন
দিঃদ্রঃ প্রতেক আপডেট মেইন গুরুপেই পাবেন তাই মেইন গুরুপ সব সময় ফলো করবেন। কোনো কিছু বলার আগে মেইন গুরুপ থেকে বা লিংক থেকে দেখে আসবেন। তারপর না বুঝতে পারলে এডমিন কে জানাবেন।
শর্ত সমূহঃ
- কাজ করতে গেলে নিয়মিত ভাবে এক্টিভ থাকতে হবে।
- কাজ ভালো ভাবে বুঝেই করতে হবে।
- কাস্টমারকে অতিরিক্ত বাড়িয়ে বা মিথ্যা বলে সেল করা যাবে না।
- কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না ।
- পন্যের ডিটেলসের বাইরে বলা যাবে না।
- পেমেন্ট নিয়ে ঝামেলা করা যাবে না। নিদির্স্ট দিনে পেমেন্ট দেয়া হবে।
- নিয়মিত এডমিনের সাথে এক্টিভ থাকতে হবে বা রেস্পন্স দিতে হবে।
- নিয়মিত এক্টিভ না থাকলে রিমুভ করা হবে।
- অর্ডার নেয়ার আগে স্টক চেক করে নিতে হবে। স্টক থাকা সাপেক্ষে অর্ডার নেয়া হবে।
- সেলার কোড ব্যতিত অর্ডার নেয়া হবে না।
- পেমেন্ট সপ্তাহে ১ দিন শুত্রবার দেয়া হবে ।
- কাস্টমার পন্য হাতে পেয়ে গেলে আপনার পন্য পেইড করা হবে ।। পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না । পেমেন্টের দিন বিকাশ নাম্বার নিয়ে পেমেন্ট করে দেয়া হবে ।
- আপনি শুধু মনোযোগ সহকারে কাজ করে যাবে ।


0 Comments: