sad sms
এস এম এস
কস্টের এস এম এস
ভালোবাসার চাপা কষ্টের মেসেজ [ Valobashar Chapa Koster SMS ]
চাপা কষ্টের মেসেজ
কষ্টের মেসেজঃ জীবনের পথ অনেক কঠিন। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাবে না যে সারা জীবন কষ্ট ছাড়াই কাটিয়েছে। কষ্ট সবারই থাকে, কিন্তু আমাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে, কেউ তাদের কষ্ট প্রকাশ করে আবার কেউ একটু হেসে সুখের ভান করে। কেউ যাই করুক না কেন, দুর্ভোগ এমন একটি বিষয় যা দিন দিন বৃদ্ধি পায় এবং একজন ব্যক্তিকে মানসিকভাবে অস্থির করে তোলে। একটা সময় ছিল যখন আমরা চিঠির মাধ্যমে আমাদের অনুভূতি প্রকাশ করতাম, কিন্তু এখন তা ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা বার্তা/এসএমএসের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা প্রকাশ করি। " The path of life is very difficult. You will not find a person in the world who has lived his entire life without suffering. Everyone has pain, but there are two types of people among us, some express their pain and some smile and pretend to be happy. Whatever one does, suffering is something that increases day by day and makes a person mentally unstable. There was a time when we used to express our feelings through letters, but now it has gone digital. Now we express our thoughts through messages/SMS."
A message of suppressed suffering
ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিসগুলোর একটি। আপনি কি সৎ হতে জানেন? ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। কিন্তু এই ভালবাসা সবসময় আপনাকে খুশি করে না। কখনো কখনো কষ্টের জালে জড়িয়ে ধরবে। আপনি আপনার ব্যথা এবং আপনার অনুভূতি প্রকাশ করতে চান. এবার দেখা যাক কিছু দুঃখজনক প্রেমের বার্তা। " Love is one of the most sacred things in the world. Do you know how to be honest? The world is so beautiful because there is love. But this love doesn't always make you happy. Sometimes you will be caught in the net of trouble. You want to express your pain and your feelings. Now let's see some sad love messages."
ভালোবাসার চাপা কষ্টের মেসেজ
💔💘😢 নিরবে প্রতিবার ভিঁজে যায় চোখের পাতা,
কষ্টের আঘাতে যেন বেড়ে যায় বুকের ব্যথা,
জানিনা কতদিন এই ভাবে কাটাতে হবে,
আমার এই জীবনে কি কোনদিনই আসবে না সুখের দিন?
💔💘😢 কিছু কথা আছে তা বলতে পারিনা
এমন কিছু কষ্টও আছে যা সইতে পারিনা,
এমন কিছু ফুল আছে যেগুলো কখনো তুলতে পারিনা,
আর এমন একটি মানুষ আছে যাকে ভুলতে পারিনা।
💔💘😢 এক বিন্দু জলও যদি আমার চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা শুধুই তোমার কথা বলে,
মনের কথাতো বুঝনাই তুমি
মুখেই না হয় বলি,
এত আঘাতের পরেও যেন তোমায়ই ভালবাসি!!
💔💘😢 জীবনে কখনো অনেক আনন্দ থাকে আর কখনো অনেক কষ্ট।
সব সময় তো আমি সুখের আশা করি না, আর সব সময় আবার কষ্টও সহ্য করতে পারি না।
হয়তো তুমি কারণ ছাড়াই একটু বেশি কষ্ট দাও,
যেটা প্রতিবারই থাকে আমার সহ্যের বাইরে।
💔💘😢 আমি তো রাগ করতে কখনোই না বলিনি।
রাগ তুমি করো। কিন্তু এটি মনে রেখো,
এতো বেশি রাগ করো না কখনো যেটা আমি সহ্য করতে পারি না।
ভালোবাসার মানুষ হারিয়ে গেলে যেন ভালোবাসা টা ও হারিয়ে যায়।
💔💘😢 ভালোবাসা অনেক দামী জিনিস।
যত্ন করে আগলে রাখতে হয়।
কারণ ভালোবাসা যদি একবার হারিয়ে যায়
তাহলে জীবনে আর কোনো দিনই ফিরে পাওয়া যায় না।
💔💘😢 তুমি বৃষ্টি ভেঁজা পায়ে সামনে এলেই আমার মনে হয় আকাশের বুকে যেন জলছবি একে যায় তুমি হাঁসলে আমার বুঝি মনে হয়,স্বপ্ন আকাশে পাখিরা ডানা মেলে দেয়।
💔💘😢 রাগ করে কখনো ভালোবাসার মানুষকে কষ্ট দিও না। রাগ করে অনেক বেশি অবহেলা করো না ভালোবাসার মানুষকে। এতে করে হয়ত জীবনের সবচেয়ে দামী জিনিস, তোমার ভালোবাসার মানুষকে হারাতে হয়।
💔💘😢 জীবনে খারাপ সময় অনেক পার করেছি।
কিন্তু এখন যেই সময়টা পার করে যাচ্ছি,
সেটা হয়ত আমি কখনো কল্পনাতেও ভাবিনি।
মাঝে মাঝে এই দুনিয়াটাকে অনেক নিষ্ঠুর লাগে।
💔💘😢 ছেলেরা কখনই যে ভালোবাসার অভিনয় করতে করতে যে সত্যি সত্যি ভালবেসে ফেলে তারা হয়ত তারা নিজেও জানেনা।কিন্তু মেয়েরা সত্যিকার ভালবাসতে বাসতে যে কখন তারা অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা।
💔💘😢 ভালোবেসেছি তোমাকে, এটি আমার দুর্বলতা নয়। এটি হলো আমার বৃহত্তম শক্তি এবং সবচেয়ে বড় আত্মবিশ্বাস। যদি পাশে থাকো তাহলে একদিন সবকিছুই জয় করে নিবো তোমাকে নিয়েই।
💔💘😢 অভিমান বেশীক্ষন বাঁচিয়ে রাখতে নেই
অনেক বছর পরে অভিমান ভাঙ্গলে,গিয়ে দেখবে যার সাথে অভিমান করেছ সে আর নেই । হয়তো অনেক দূরে কোথায় ও হারিয়ে গেছে আর তখন ক্ষমা চাওয়ার সুযোগটিও হারিয়ে যাবে।
💔💘😢 তুমি হয়ত চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে গুলো কি নিয়ে যেতে পারবে?
💔💘😢 তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারবে,
কিন্তু পারবে কিআমার ভালোবাসাকে ভুলতে?
প্রতিটি মুহূর্তই যেন তোমাকে প্রতিবার স্মরন করিয়ে দিব,
নীরবে হয়ত চোখের জলও ফেলতে হবে
আমার এই স্বার্থহীন ভালোবাসার জন্য।
💔💘😢 আমার চোখের দিকে তাকিয়ে দেখ একটু? অসহ্য যন্ত্রণা হচ্ছে,
দেখ না যন্ত্রণা গুলো কেমন মুক্ত হয়ে ঝরে পরছে,
তুমি হয়ত ভাবছ আমি কাঁদছি
নাহ্, আমি একটুও কাঁদছিনা,
কাঁদলেতো চোখের থেকে নোনা জল বের হতো,
আমার চোখে যে জলের বর্ষণ তুমি দেখতে পারছ তার স্বাদতো একটুও নোনা নয়,
শুধু তিক্ততা
💔💘😢 আর বর্ণহীনওতো নয় একটু নীলাভ প্রকৃতির,
যন্ত্রণা গুলোও যেন আমার মাঝে থাকতে চায় না
এ গুলো একদিন তুমিই দিয়েছিলে,
তাই তো এরা তোমার কাছেই ফিরে যেতে চায়,
পারবে না এগুলো গ্রহন করতে?
প্রশ্নটা তোমার কাছে রয়ে যাবে,
উত্তরটাও না হয় তোমারই কাছে এভাবেই থাকুক।
💔💘😢 লাভ কি, মিছে আশা করে? সত্যিতো এটাই
যে তুমিতো কখনোই আমার ছিলে না আর কখনো হবে না
দূর থেকে চলে যাও ভাবনায় এসে আমাকে কাঁদিয়ে,
আমার অপরাধ ছিল কি?
আমার অপরাধ ছিল তোমাকে ভালবাসাটাই
যদি সেটই হয়, তাহল ক্ষমা করে দিও আমায়।
💔💘😢 আজ হঠাৎই যখন দেখলাম স্মৃতির পাতা উল্টে,
বুঝলাম কত মানুষই জীবন থেকে হারিয়ে জাচ্ছে ক্রমেই।
কত চেনা মানুষ যে হঠাৎ অচেনা হয়ে গেছে,
হয়তোবা কোন এক দিন ,
আমিও খুব অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে।
💔💘😢 আজ নিজে নীরবে একা বসে কাঁদছি, যে কান্নার শেষ হয়ত মরণ হলে হবে ।তবে সত্যট কি জানো প্রিয়? আমি এখনও তোমাকে ঠিক আগের মতই ভালোবাসি।
💔💘😢 তুমি হয়ত ভালো নাই, আমি জানি
তোমার ভালো থাকার কথাও না,
কারন তোমাকে আমি ক্ষমা করে দিলেও আমার একেক ফোঁটা চোখের পানি আর প্রতিটা দীর্ঘশ্বাস তোমাকে কি কখনোই ক্ষমা করবে? না,
এটা আমার অভিশাপ ভেবো না,
এটা প্রকৃতির বিচার,
কাউকে কষ্ট দিয়ে আর যাই হোক কেউ তো ভালো থাকতে পারে না।
💔💘😢 তোমার জন্য আমার হৃদয় কখনই ভাঙ্গবে না,
তোমার জন্য আমার হাসি কি কখনই ম্লান হবে?
তোমার প্রতি আমার নিষ্পাপ ভালবাসা কখনই শেষ হবে না,
আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি।
💔💘😢 আমিতো আর কাঁদি না তোমার জন্য, কাঁদলেও হয়ত চোখের পানি ঝরে না,
চোখের পানি ঝরলেও তেমন কষ্ট হয়না কষ্ট হলেও হোক আমি তোমাকে আর ভালবাসিনা,ভালবাসলে তোমাকে বলবো না, যদি বলিও তুমি শুনবেনা, যদি তুমি শুনও, তোমার কিছুই যায় আসে না কারণ আমি তো খুব নিঃস্ব।
💔💘😢 ভুলে যদি যাও তুমি,
করবো না তো বারণ,
আমায় কেন রাখবে মনে?
আছি কি কোন কারন?
তবু যদি মনে পড়ে,
আমায় কোনদিন,
মন থেকে ডেকো আমায়,
আসবো ফিরে আবার।
নিভে যাওয়া প্রদীপ আমার তুমি পারবে কি জ্বালাতে?
ভুলে যাওয়া স্বপ্ন আমার পারবে কি আর দেখাতে?
হৃদয়ের গোপন কথা কখনো তুমি পারবে কি শুনতে? আমার ভেঙ্গে যাওয়া জীবন তুমি পারবে কি গড়তে?
দুখে কিংবা সুখে থাক,
খবর তো আমার রাখ না।
এখন তো আমায় আর
ভালোবাস না।
যতো ভালোবাসা ছিল সব
দিয়েছি আমি তোমায়,
তবু তুমি কোন ভাবেই,
বুঝলেনা আমায়..!
তোমাকে মনে পড়ে যখন থাকি নীরবে,
সব সময় তোমাকে ভাবি শুধু অনুভবে,
তোমাকে দেখি স্বপ্ন চোখের প্রতিটি পলকে,
তোমাকে এতটাই আপন ভাবি যে তুমি আছ আমার প্রতি নিশ্বাস ও বিশ্বাসে।
তোমাকে মনে পড়ছে ভিষন ভাবে,
জানি না কি হয়েছে আজ আমার,
এক ঝড় উঠেছে যেন শূন্য মনের গহীন অতলে,
দু’চোখের কোনে জল এলো তোমার কথা ভাবতেই,
কেমনে বলবো তোমায় আমি? একটু খানিই ভালোবাসেছি তোমায়
সেই সাধ্য দেওনি আমায়
তবুও তোমাকে হয়ত অনেক ভালোবাসি
দুই চোখের কোণেতো এখন আর স্বপ্ন আঁকি না,
আমার পোড়া মনে নেই কোন আশা আজ,
এখনতো আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে আর,
স্মৃতির দেয়ালে আঁকা ছিল যত ছবি,
সবটুকুই যেন আজ তার মুছে গেছে,
তোমার দেয়া কষ্টগুলো সহ্য করে করে,
হৃদয় হয় বন্ধি কষ্টের মায়া জালে,
তোমাকে আমি ভালোবাসি কেন জান তুমি?
কারন আমাকে তুমি কষ্ট দাও,
আমায় তুমি ঘৃণা কর,
আমার থেকে তুমি অনেক অনেক দূরে যেতে চাও,
তুমি আমায় না ভালোবাসলেও আমি তো তোমাকে ভালোবেসে নিজের সারা জীবনই কাটিয়ে দিচ্ছি।
আমার মনের এই স্বার্থহীন ভালোবাসাতো কেবলই তোমার জন্য, শুধুমাত্র তোমারই জন্য।
দিন যায় আবার দিন আসে,
সময়ের সাথে স্রােতে ভেসে,
কেউ কাঁদে কেউবা হাসে,
তাতে আমার কি যায় আসে,
খুঁজে দেখে আসো পাশে,
কেউ কি তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে?
কোনো কিছুরই তো অভাব নেই।
তারপরে ও মনে হয় কি জেনো নেই নেই।
হয়তো সব সুখ সবাই পাই না।
কিছু মানুষেরতো কিছুই থাকে না , তবে অনেক সুখ থাকে। আর কিছু মানুষের সব থেকে যেন সুখটাই নেই।
চলেই যখন যাওয়ার, তাহলে এসেছিলে কেন?
ভুলেই যখন যাওয়ার, তো জান বলে ডাকার দরকার কি ছিল?
তুমি প্রতিবার আমার পাশে থাকো,
তবু কেন তোমায় আমি দেখি না?
যদি জানতাম, এমন আশায় আশায় থাকতে হবে ভালোবাসাতো কখনোই করতাম না,
পিপাসায় তো মরতাম না, সাগরের পাশে বসবাস করে।
জন্মের দায়ে যেন প্রতিবারই পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি।
ডুবতে ডুবতে যেন অতল নিষেধে ভাসি,
আমার একা আমি ছাড়া আর কে আছে?
এমন এক জনকে চাই আমার খুব দরকার,
যে আমাকে বুঝবে,
চোখের আড়াল হলেই,
পাগলের মত খুজতে থাকবে।
আমার কাছে আসবে তুমি বারবার ভালবেসে,
অঝর নয়নে কাঁদবে যখন যাবে দূরে।
তুমি আমার কষ্ট বুঝবে বলেই বারবার আমি অভিমান করি,
তুমি আমাকে অনুভব করবে বলেই আমি দুরে থাকি।
অল্পতেই অনেক রাগ করি কারণ তুমি রাগ ভাঙ্গাবে বলে,
এটা কখনো ভাবিনি তুমি এভাবে ভুলে যাবে।
দুই চোখের কোণেতো এখন আর স্বপ্ন আঁকি না,
আমার পোড়া মনে নেই কোন আশা আজ,
এখনতো আর অশ্রু ঝোড়ে পরে না দুচোখ বেয়ে আর,
স্মৃতির দেয়ালে আঁকা ছিল যত ছবি,
সবটুকুই যেন আজ তার মুছে গেছে,
তোমার দেয়া কষ্টগুলো সহ্য করে করে,
হৃদয় হয় বন্ধি কষ্টের মায়া জালে,
“ভালোবাসার টানে হাত বারালাম চেড়ে দিওনা তুমি,
আগাত করোনা, আপন ভেবেইতো মন দিলাম,
চোখের পাতায় বুনলাম স্বপ্ন আর স্বপ্নের মাঝে রাখলাম তোমায় ভুলে যেওনা তুমি আমায়।
এমন কাও কে ভালবেসোনা ”ভালবাসা” কি এটাই যে জানে না। আপন করবে না এমন কাও কে, যে তোমাকে আপন ভাবে না। বন্ধু বানাবে তাকেই, যে তোমাকে গুরুত্ব দিতে জানবে। ভালবাসার মানুষ বা বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দুরে রাখাই ভাল।
সব থেকে মূল্যবান হল পানি চোখের পানি,
কারন কি জানো??
পৃথিবীতে পানি অনেক রকমের থাকলেও
শুধুমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট কতটা!
দুখে কিংবা সুখে থাক,
খবর তো আমার রাখ না।
এখন তো আমায় আর
ভালোবাস না।
যতো ভালোবাসা ছিল সব
দিয়েছি আমি তোমায়,
তবু তুমি কোন ভাবেই,
বুঝলেনা আমায়..!
তোমার স্বপ্ন না দেখে কি একটি রাতও ভাবা যায়?
তোমার কথা না ভেবেো যেনো ভাবা যায় না একটি দিনও,
তোমাকে ভালোবাসতে না পেরে কি চিন্তা করতে পারি কোন মূহুর্ত?
তুমি হয়ত চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে গুলো কি নিয়ে যেতে পারবে?
তুমি হয়তো আমাকে ভুলে যেতে পারবে,
কিন্তু পারবে কিআমার ভালোবাসাকে ভুলতে?
প্রতিটি মুহূর্তই যেন তোমাকে প্রতিবার স্মরন করিয়ে দিব,
নীরবে হয়ত চোখের জলও ফেলতে হবে
আমার এই স্বার্থহীন ভালোবাসার জন্য।
আজকে তুমি হয়তো সুখের স্বপ্ন বুনছো অন্য কারও বুকে মাথা রেখে,
আর আমি বুকের মাঝে পুশছি তোমার আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলোকে,
তোমার সাথে কাটানো কিছু সময় কিছু মুহূর্ত আমি এখনো পারিনি তোমার মতন করে ভুলে যেতে,
তুমি নামের সেই অতীতটাকে আমি পারিনি ভুলতে,
কোন দিন পারবো জানি না,
আসলেই পারবো কি না তোমায় ভুলতে তাও জানি না,
মাঝেমাঝে আমার মনে হয় যদি তোমাকে একদিন দেখাতে পারতাম কতটা ভালোবাসি।
তোমার স্মৃতিই শুধু যেদিকে তাকাই ,
বার বার শুধু মনে পরে যায় ভালোবেসে ছিলাম কতটা তোমাকে,
এই আধাঁরে ঘেরা পৃথিবী আমার আলো দিয়ে ভরিয়ে দিয়েছিলে তুমি,
সূচনা করলে আমার এক নতুন জীবনের,
তখন সব সময় ভাবতাম সময়ের কাটা যদি থামিয়ে দিতে পারতাম তহলে হয়ত আমি সারা জীবনই এমন সুখী হয়ে থাকতে পারতাম।
কোনো কিছুরই তো অভাব নেই।
তারপরে ও মনে হয় কি জেনো নেই নেই।
হয়তো সব সুখ সবাই পাই না।
কিছু মানুষেরতো কিছুই থাকে না , তবে অনেক সুখ থাকে। আর কিছু মানুষের সব থেকে যেন সুখটাই নেই।
মুক্ত করে দিলাম তােমায় যেতে পারো অনেক দুরে,
ভালবাসি কথাটি বলবো না আর তোমাই,
সুখেই যদি থাকো তুমি এসো নাকো আর কখনো ফিরে,
কষ্টের ভিড়ে খুঁজে নিব না পাওয়া সুখ!!
তুমি হয়ত ভালো নাই, আমি জানি
তোমার ভালো থাকার কথাও না,
কারন তোমাকে আমি ক্ষমা করে দিলেও আমার একেক ফোঁটা চোখের পানি আর প্রতিটা দীর্ঘশ্বাস তোমাকে কি কখনোই ক্ষমা করবে? না,এটা আমার অভিশাপ ভেবো না,
এটা প্রকৃতির বিচার,কাউকে কষ্ট দিয়ে আর যাই হোক কেউ তো ভালো থাকতে পারে না।
ভালোবাসার কথাঃ আপনি যদি কাউকে আপনার হৃদয়ের নীচ থেকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা আপনাকে কষ্ট দেয়, আপনি তাকে সহজে ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। কারণ প্রেম একটি আবেগ, কারণ প্রেমের সম্পর্ক জোর করে নয় মনের দ্বারা তৈরি হয়। যদি প্রিয়জন আপনাকে আঘাত করে, যা আপনাকে গভীরভাবে আঘাত করবে কারণ আপনি তাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসেন, এটি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তাই মনের মানসিক যন্ত্রণাগুলো সবার সাথে শেয়ার করতে হবে যাতে আপনার হৃদয়ের ব্যথা কমে যায়। কারণ আপনি যদি মনের মধ্যে ব্যথা রাখেন তবে ব্যথা আপনাকে বারবার আঘাত করবে, তাই আপনার মানসিক ব্যথা কমাতে, এখানে কিছু সেরা মানসিক ব্যথার রাজ্য রয়েছে যা আপনি সোশ্যাল মিডিয়াতে / অন্যদের সাথে ভাগ করে মুছে ফেলতে পারেন।
অপেক্ষায় আমিও ছিলাম তার জন্য,
কিন্তু সে এটা বুঝলো না।
আমি কিন্তু জানতাম ভালোবাসা বদলে যায়…
কিন্তু তুমিও যে বদলে যাবে এটা আমার জানা ছিলনা!
আমি তো তোমাকে সবার চাইতে আলাদা ভাবছিলাম…
যাইহোক, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে, তারে শক্ত করে ধরে রেখো…
তারে নিয়ে ভালো থেকো
হেসে না হয় মুক্তি দিলাম,
কেদে আর পেলাম কোই,
যতোই বলি তুমি আমার,
তুমি আর আমার নয়।
কথা ছিল আমারে সে ছাইরা যাবেনা,
সেই কথা ভুইলারে সে করলো ছলনা,
তার মায়া কইরা দিছে, আউলা আমারে,
তার ছায়া ইসারাতে আজো ডাকেরে,
তারে ছারা এই পাগলে বাচে কেমনে,
তারে আজ নতুন করে বিধলে সে মনে।
যারা মন থেকে ভালবাসে,
তাদের উপহার হিসেবে কান্না’ই থাকে।
ভাল তো সবাই থাকতে চায়,
কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয়না
মায়া এক অদ্ভুত এক জিনিস,
কাছে থাকলে কমে,
আর দূরে থাকলে বাড়ে।
সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়,
রাগ ভাঙ্গে আবার একই পথে চলে।
বদলাতে চাইনি তোমার অবহেলা,
আমাকে বদলাতে বাধ্য করেছে।
সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়,
তখন মানুষ বাইরে থেকে নয়,
ভেতর থেকে পাথর হয়ে যায়।
বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে,
প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাাঁদায়।
নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও,
তারা তোমাকে একা করে গেছে,
তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে!
মানুষ তখনি কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়,
আপন পর হয়, স্বপ্ন ভেঙ্গে যায় তখন বুকের চাপা কষ্ট গুলি,
চোখ দিয়ে অস্রু হয়ে ঝড়ে পড়ে।
আমি কারও কাছে ভাল,
কারও কাছে খারাপ,
আসলে সত্যটা হল যার মন মানসিকতা যেমন,
আমি তার কাছে তেমন!
কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর
যোগাযোগ রাখেনা।
বার বার তোমার চোখের পানি মুছে
ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা
উত্তম যে তোমাকে এতবার কাঁদায়।
কেউ যদি তোমার ভালবাসার মূল্য
না বুঝে তবে নিজেকে নিঃস্ব
ভেবো না। জীবনটা এত তুচ্ছ
না…..OK যে পথে কেহই নেই
আমি এমন একজন মানুষকে ভালবাসি,
যাকে কোনদিন আপন করে পাব না,
তবু শুধু তাকেই ভালবাসি।
প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে,
কিন্তু প্রেম পুরানো হলে সময়টাও দিতে পারেনা।
একটু অবহেলা একটু খারাপ ব্যবহার,
একটা ভাল সম্পর্ক ভেঙ্গে দেবার জন্য যথেষ্ট।
মাঝে মাঝে মনে হয়,
তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,
যেন তুমি বুঝতে পারো আমি তোমায়,
কতটা ভালবাসি।
ভালবাসি বলেই তো,
তোমার সাথে এত রাগ করি,
এটাই বুঝোনা তুমি।
তুমি কেন বুঝোনা তুমি কথা না বললে আমার কষ্ট হয়,
দুখঃ এটা নয় যে আমি তোমাকে পাবো না,
কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না।
তোমাকে হারাইনি
হারিয়েছি নিজেকে।
কাউকে বোঝাইনি
বুঝিয়েছি এই নিজেকে
অন্য কারো হাতে তোমার সুখ আমানত
দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!
তোমাকে চাইবার মতন লোক অনেক আছে কিন্তু,
আমার মত মন থেকে চাইবার মত আর কেউ নেই!
ভালবাসা প্রথমে হাঁসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়.!
পরিশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়.!
তোমাকে না দেখলে কেমন জানি ব্যাথায় কেঁপে ওঠে বুক.!
তোমায় দেখিনা বলে আজ সাড়া শরীর জুড়ে নেমেছে অসুখ.!
কিছু মানুষ আছে যাদের দেখলে মনে তারা আসলে’ই পরিপূর্ণ.!
কিন্তু ভিতরে ভিতরে তারা ততটাই শূন্য,
সেটা কাউকে বলতেও পারেনা, আবার মানতেও পারেনা.!
কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!!!
কষ্ট মানুষকে কাঁদায় না!
কাদাঁয় তো সুখ, যেটা ক্ষনিকের জন্য এসে চলে যায়।
কষ্ট মানুষকে শুধু কাঁদায় না,
কিছু শিক্ষাও দিয়ে যায়।
কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিওনা,
বেঁচে থাকলে সুখের দেখা পাবেই।
ভালবাসার মানুষটিকে শুধু ভালবাসলে হয়না,
তার রাগ অভিমান দুখঃসবকিছু বহন করতে হয়,
আর সেটাই হল আসল ভালবাসা।
মন থেকে চাওয়া মানুষ গুলোয়..!
মন খারাপের কারন হয়ে দাড়ায়!
হয়তো একদিন সে আফসোসের সহিতে বলিবে..!
ওর সাথে কাজটা একেবারে ঠিক করিনি যখন কিছুই করার থাকবেনা!
প্রতিটা কষ্ট’ই মানুষকে শিক্ষা দেয়..
যে শিক্ষা এক সময় বদলে দেয়.!
স্বপ্ন কখনো বেইমানি করে না..!
বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষ গুলো!
শুধু মাত্র রাগটা কন্ট্রোল করতে পারিনা বলেই..!
নিজেই নিজের ক্ষতির কারন হয়ে দাড়িয়েছি..!
একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ
কসম দিয়ে কখনো মিথ্যা বলে না।
কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটা ছিল,
জীবনের সবচেয়ে বড় ভুল।
আমি শুধু সেই মানুষ গুলোকে কখনো ভুলবো না,
যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মত কেঁদেছি.!
প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলো,
ফেসবুক স্ট্যাটাসে পরিণত হয়!
কষ্টগুলো খুবই একান্ত, না পারি কাউকে বলতে,
না পারি চিৎকার করে কাঁদতে!
একা চলতে না শিখলে, এই শহরে বেঁচে থাকা,
খুব কঠিন!
হারিয়ে গেলে কেউ খুঁজবে না, অথচ
সবাই বলে তুমি চলে গেলে অনেক মিস করবো.!
খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারও খারাপ হোক
তা কখনো চাইনা।
আমি কারন ছাড়া যাদের আপন ভাবি,
তারা প্রয়োজন ছাড়া আমাকে মনেও করে না!
দিনশেষে মন ভাল করার দায়িত্বটা কেউ,
কখনো নিল নাহ।
নিজেকে এমনভাবে বদলে ফেলো, যেন
সবাই পুরনো তুমিটাকে খুুঁজতে থাকে!
কেউ বদলায় ভাল থাকার জন্য,
কেউ বদলায় ভাল রাখার জন্য!
মানষিক যন্ত্রণা সহ্য করতে করতে,
মানুষ একটা সময় অনুভূতিহীন হয়ে যায়।
জীবন থেকে শিক্ষা পেলাম,
মানুষ স্বার্থে আঘাত লাগলে, মানুষ থেকে পশু হয়ে যায়।
.png)

0 Comments: