blogging
My Blog
কবিতা
জীবনের কবিতা Life's poetry
Bangla New Kobita Bāstuhīna | বাংলা কবিতা বস্তুহীন
বস্তুহীন
লেখক--------নীরব হাসান শান্ত
--------------------------------------------------
ঘাসের উপর নিশির শিশির,
কী অপরূপ দৃশ্য!
মন ছুটে যায়,
পায়ে মাখাবো,
ভয় কেবলই শৈত্য।
আবার ভাবি,
বস্ত্রহীনেরা কীভাবে কাটায় দিন?
দিন তবু যায়,
রাত্রি শীতের বড়ই যে কঠিন!
আমরা করি ভোগ বিলাসি,
আর তাদের চোখে জল,
ভুগতে হবে আমাদেরকে,
নিকৃষ্ট পাপের ফল।
দোষ কী তবে?
আমাদের কি করার কিছু আছে?
শোনো তবে ভাই, আমি বলি তাই;
বস্ত্র পৌঁছাও তাদের কাছে!
ফুটবে তাদের মুখে হাসি,
হাসবে জগৎ-সংসার;
সবার হাসিতে স্রষ্টার হাসি,
চাই কি কিছু আর?
.--------o--------
------ সমাপ্ত -----
--------o--------



0 Comments: