নতুনরা অনলাইন থেকে কিভাবে অর্থ উপার্জন করবে | তার পুরোপুরি গাইডলাইন( আপডেট ২০২০)
নতুনরা অনলাইন থেকে কিভাবে অর্থ উপার্জন করবে | তার পুরোপুরি গাইডলাইন( আপডেট ২০২০)
হাই , আজকের
পোস্ট হবে শুধু মাত্র আপনার জন্য। কারন আমি জানি আপনি হইয়তো একেবারেই নতুন। তাই আপনি
যাতে অনলাইন হতে আয় করতে পারেন তার একটি পুরোপুরি গাইড লাইন এখানে আপনার জন্য উপস্থাপন
করা হয়েছে।
আপনি যদি
২০২০ সালের ভিতর অনলাইন হতে আয় করার কথা ভেবে থাকেন তাহলে এটা আপনার জন্য সেরা পোস্ট হবে বলে আমি আপনাকে আশ্বাস দিতে পারি। কেননা এই সাইট টার
একটাই উদ্দেশ্য হলো অনলাইন হতে অর্থ উপার্জন করার জন্য দিক নির্দেশনাকারী সাইট।
এই গাইডের
সাহায্যে আপনি হয়তোআপনার অনলাইন আয় , প্লার্টফর্ম এবং ক্যারিয়ার তৈরি করে নিতে পারবেন
।
সুতরাং আপনি
যদি মনে করেন আপনি বাড়িতে বসে আপনার সাধীনতাকে অন্যের হাতে সোপে না দিয়ে বাড়িতে বসে
আয় করবেন তাহলে এই পোস্টটা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে।
আপনি কিভাবে
আয় করবেন অনলাইন হতে , সেই আলোচনায় করবো আজ আপনার সাথে, তাই দয়া করে আমাদের সাইটের
সাথেই থাকুন, আশা করি এই পোস্টে আপনার কিছুটা হলেও বদলাতে পারে।
এই পোস্ট
আপনাকে যেটা জানাবে তা হলোঃ –
--- এই পোস্টি
অনলাইন হতে আপনার অর্থ উপার্জন শুরু করবেন তার সঠিক পদ্ধত্তি গুলো বলবে।
--- ইন্টারনেট
হতে দ্রুত আয় করার সঠিক উপায় গুলো জানাবে।
--- আপনাকে
প্রতেক্টি পদ্ধত্তির আলোচনাকে বোঝাতে বা সহয়তা করার জন্য শক্তিশালী গাইড প্রদান করবে।
--- আপনার
সকল প্রশ্নের উত্তর গুলো আপনার সামনে সহজ করে তুলবে।
--- একটি
অনলাইন উদ্যোক্তা হিসাবে আপনার সকল প্রয়োজনীয়তার প্রতি জোর প্রদান করবে।
--- অনলাইন
হতে কীভাবে সহজে অর্থ উপার্জন করা যায় সে সম্পর্কে
আপনার যা কিছু জানা দরকার তা সব কিছুই আপনাকে বুঝিয়ে বলবে।
তাহলে আসুন
শুরু করা যাক ……। কিভাবে আপনি খুব সহজেই অনলাইন হতে অর্থ উপার্জন করতে পারবনে তাও আবার
২০২০ সালের ভিতরেই।
২০২০ সালে কিভাবে অনলাইন হতে অর্থ উপার্জন করবেন তার সম্পুর্ন গাইড লাইন
এখন আসুন
মুল বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক, যে জন্য
আপনি এখানে এসেছেন। হয়তো বা ২০২০ সালের কয়েক মাস আগেই চলে গেছে, কিন্তু আপনার তো আর পিছিয়ে থাকা
সম্ভব হবে না । তাই যে টুকুই আছে তা নিয়ে কাজ করে যাই। আপনাকে অনলাইন হতে আই করার পদ্ধত্তি
গুলো জেনে নেয়া দরকার যা আপনার জন্য নিচে অপেক্ষা করছে।
তাই এই পোস্টি
মোনোযোগ সহকারে পড়ুন আর অনলাইন হতে কিভাবে অর্থ উপার্জন করবেন সে সম্পর্কে একটি পদক্ষেপ
নিন।
ব্লগিং করে আয় করুনঃ
এটি এমন এক
জিনিস যা আপনার জীবনের চলার গতিকে বলাতে পারে। কেননা ব্লগিং এখন পর্যন্ত অনলাইনে অর্থুপার্জন
করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত পদ্ধত্তি। বর্তমানে বিশ্বে কোটি কোটি মানুষ আছেন যারা তাদের ক্যারিয়ারকে
এই ব্লগিং পেশায় নিয়োজিত করেছেন। এবং তারা এই পেশাকে নিজের ব্যবসায় রুপানন্তর ও করেছেন।
অনেক নতুন
ব্লগাররা আছেন যারা তাদের ব্লগিং পেশা শুরু করেছেন তার ভিতর আবার অনেকেই আছেন তারা
বিরক্ত হয়ে চলে গেছেন। কিন্তু এই প্রক্রিয়া টি এই ভাবেই অব্যাবহত থাকে।
তাই এই বিভাগে
আপনি ব্লগিং্যের মাধ্যমে অনলাইন হতে অর্থ উপার্জন সম্পর্কে জানতে পারবেন।
বেশির ভাগ
মানুষের জন্য ব্লগিং পেশা তাদের মতামত, উদ্বেগ প্রকাশ করার বা সেখানে ধারনা বা জ্ঞান
ভাগ করে নেওয়ার মাধ্যমে আয় করে থাকেন । এই ভাবে তারা তাদের ব্লগিং ক্যারিয়ার গড়ে তোলেন।
ব্লগিং এর মাধ্যমে কিভাবে আপনি অর্থউপার্জন করতে পারেনঃ
এখনকার সময়
যারা নতুন ব্লগার আছেন তারা মনে করেন যে ,
ব্লগিং হলো আর্টিকেল লেখা আর বসে বসে বেতন পাওয়ার সময়। আপনি যদি মনে করেন যে পিপিসি,
সিপিএম, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডাইরেক্ট বিজ্ঞাপনের এর কথা বুজে গেচি এবং সেই
থেকে আমার উপার্জন শুরু হয়ে যাবে , যদি তাই ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল মনে করছেন।
হ্যা এটা
সত্য যে আপনি কিন্তু এই ভাবেই উপার্জন করতে পারবেন। তবে আপনাকে সময় এর গুরুত্ব দিতে
হবে,
এখন আপনি কি ভাবে অনলাইন হতে উপার্জন
করতে পারবেন সেই কথা জানতে পারবেন।
আপনি কি জানেন
একজন ব্লগারের কাজ কিন্তু এতো সহজ নয়। ব্লগার হলো এমন একজন ব্যাক্তি যার ব্লগ প্রাকাশনার মধ্য
দিয়ে একটি নির্দিষ্ট পরিমানের শ্রোতার সাথে ভাগ করার জন্য একটি নির্দিষ্ট জ্ঞান, অভিজ্ঞতার
এবং বোঝাপড়া হয়ে থাকে।
মনে করুন
কোনো ব্লগার হলেন একজন জ্ঞানী ব্যক্তি , তিনি
তার সমস্ত গবেষনা কে কাজে লাগিয়ে তিনি তার নির্দিষ্ট বিষিয়কে চালিয়ে জান। তাই বলে এই
নই যে তিনি তার জ্ঞান বা তথ্য থেকে অর্থ উপার্জন করছেন, মনে করেন একজন ব্লগার তার পোস্টকে
সবার মাঝে প্রকাশ করে থাকেন, কিন্তু তার সেই প্রকাশনায় যদি কোনো শ্রোতা ব আপাঠক না
থাকেন তাহলে সেই ব্লগারের কথা কে চিন্তা করবে বলুন। এই জন্য একজন ভালো ব্লগার হতে হলে
আপনাকে অবশ্যয় সকল দিক গুলোর প্রতি নজর প্রদান
করতে হবে, তা না হলে আপনি কোনো লাভ পাবেন না।
ব্লগিং হতে আপনি কেমন পরিমানে টাকা আয় করতে পারবেন?
আপনি যদি
একজন নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনাকে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হতে পারে। আপনি
তখনি ভালো টাকা আয় করতে পারবনে যখন আপনি আপনার ব্লগ সাইটয়ে ভালো কিছু করবেন । কেননা
আপনার অভিজ্ঞতা, আপনার কঠোর পরিশ্রম এবং আপনার জ্ঞান তখন প্রমান হবে যখন আপনি ব্লগিং
হতে আয় করতে শুরু করবেন।
আপনি হয়তো ভাবছেন আপনি কেমন অর্থ আয়
করতে পারবনে এই তো।
তাহলে আমি
আপনাকের বলি আপনি কেমন টাকা আয় করতে পারবেন। মনে করেন আপনার একটি ব্লগ সাইট রয়েছে
, এবং আপনি বেশ কয়েক মাস ধরে তাতে কঠোর পরিশ্রম
করছেন। তাহলে আমি কেমন টাকা আয় করতে পারবো।
দেখেন আপনি
তখনি আপনার ব্লগ থেকে আয় করতে পারবেন যখইন
আপনার ব্লগে হাজার হাজার লোক আপনার ব্লগে পড়তে আসবে। কিন্তু যদি আপনার ব্লগে শূন্য
ভিজিটর থাকে তাহলে আপনি কিন্তু এক টাকাও আয় করতে পারবনে না। এই জন্য আপনাকে ভালো ভাবে
গবেষনা করে ভিজিটরের চাহিদা মতো লেখা পোস্ট করতে হবে, যাতে আপনি আপনার ব্লগে ভালো পরিমানে
ভিজিটর বা ট্রাফিক পান।
আপনার সকল
দিক যদি ঠিক থাকে তাহলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন যে আপনি চিন্তায় করতে পারবনে না । আপনি
আপনার একটি ব্লগি পারে আপনার জীবন কে বদলে
দিতে।
তাই আর দেরি
না করে আপনি আপনার জন্য এখনি একটি ব্লগ সাইট তৈরি করে আপনার বিজনেস কে প্রভাবিত করে
তুলুন।
ব্লগিং এর সাথে আপনাকে কিভাবে কাজ করতে হবেঃ
আপনি যদি
আপনার পেশাকে ব্লগিং এর সাথে নিযুক্ত করতে চান তাহলে আপনাকে আগে যানতে হবে যে আপনাকে
ব্লগিং এর সাথে কিভাবে কাজ করতে হবে । কেননা ব্লগিং শুধু আপনার প্রকাশনার জন্য নয়,
এটি পরিচালনা করতে হলে আপনাকে নিম্ন লিখিত জিনিস গুলোর সাথে মোকাবেলা করতে হবে।
১/ আপনি আপনার
ব্লগে দরকারী বিষয় বস্তু গুলো লেখার চেষ্টা করবেন।
২/ আপনার
সাইটে পড়তে আসা পাঠকরা কি চাই তা বিশ্লেষন করবেন।
৩/ আপনার
পাঠক বা শ্রোতাকে আপনার সাইটে ধরে রাখা যাই সেই কৌশল অবলম্বন করবে ।
৪/ তাদের
সময়ের গুরুত্বকে বজায় রাখতে চেস্টা করবেন।
৫/ তাদের
চাহিদা মতো ভালো কিছু দেয়ার জন্য গবেষনা করবেন।
এখন এমন কয়েকটি
পদ্ধত্তি রয়েছে যা ব্লগ করার সময় আপনাকে অর্থ প্রদান করতে সহয়তা করে যখন আপনার প্রকাশনা
গুলি যখন সবাই পছন্দ করবে।
এই ভাবে আপনাকে
ব্লগিং এর সাথে কাজ করতে হবে।
কিভাবে আপনি আপনার ব্লগ শুরু করবেন তা আমি আপনাকে ধাপে ধাপে শিখিয়ে দেবো।
চিন্তা করবেন না , আপনি যদি বিভ্রান্ত
হয়ে থাকে তাহলে আমি আপনাকে সোজা এবং সহজ ভাবে আপনার সামনে ফুটিয়ে তুলবো আশা করি।
আপাতত আপনি
দুই ভাবে ব্লগিং এর কাজ শুরু করতে পারেন তা হলোঃ
১/ ইভেন্ট
ব্লগিং দ্বারা এবং
২/ সিপিএ
ব্লগিং দ্বারা
ইভেন্ট ব্লগিং
যারা ব্লগিং
এর কিছু তেমন একটা জানেন না তাদের জন্য ইভেন্ট ব্লগিং করা আপনার জন্য একটি দারুন উপাই
হবে। এই ইভেন্ট ব্লগিং করতে হলে আপনাকে যা করতে হবে তা হলো আসন্ন ইভেন্ট গুলির উপর
আপনাকে ফোকাস করতে হবে, তাই এটি নিয়ে একটি সাইট তৈরি করুন এবং নতুন নতুন ঘটে যাওয়া
ঘটনা গুলি আপনার সাইটে প্রেরন করুন। আপনি কিভাবে ইভেন্ট ব্লগিং শুরু করবেন
তা সম্পর্কে আরো পড়ুন।
সিপিএ ব্লগিংঃ
সিপিএ ব্লগিং
এটি ও একটি অনলাইন জগতের দারুন মাধ্যম অনলাইন হতে অর্থ উপার্জন করা।
সিপিএ ব্লগিং
হোলো কোনো কোম্পানির বিজ্ঞাপন গুলিকে পকাশ করা এবং তাদের শর্ত অনুসারে তাদের বিজ্ঞাপনের
সাইটে সাইন-আপ করা, ফর্ম- ফিলাপ করা এবং ডাউনলোড করা এই গুলোর মাধ্যমে আপনি অর্থ উপার্জন
করতে পারবেন।
এমন অনেক
কোম্পানি রয়েছে যাদের সাথে আপনি সহজেই কাজ করতে পারেন।
এমন কয়েকটি
সিপিএ মার্কেটপ্লেস এর নাম আপনাকে জানায় , আপনি যাদের সাথে আপনি আপনার সিপিএ ব্লগিং
এর কাজ শুরু করতে পারেন।
Maxbounty.com
Cj.com
Peefly.com
Clickbank.com
Adwork.com
Cpalead.com
Cpagrip.com
এই সকল সাইট গুলোর মধ্যো থেকে ক্লিকব্যাংক এই সাইটটি
দারুন ভুমিকা পালন করে থাকে অনলাইন হতে দ্রুত অর্থ উপার্জনের জন্য।
তাই এই সাইটটার
সম্পর্কে কিছু জানাতে চাই।
সিপিএ জগতের
একটি জনপ্রিয় সিপিএ মার্কেট প্লেস হলো ক্লিকব্যাংক এই সাইটটি। এই সাইটটি প্রতিষ্ঠিত
হয় ১৯৯৮ সালে , ক্লিকবাঙ্ক অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের একটি দুর্দান্ত ওয়েবসাইট।
সেখানে বেশির ভাগে ডিজিটাল বই এবং গাইড গুলি সেখানে বিক্রি করা হয়ে থাকে। কিন্তু আপনি
যদি সেখানে একটু অনুসিন্ধান করেন তাহলে সেখানে অনেক কিছু পাবেন আপনার কাজের জন্য। তাই
আপনি আপনার সিপিএ ব্লগিং শুরু করার জন্য এই সকল সাইট গুলো ব্যবহার করতে পারেন।
আরো যে সকল উপায়ে আপনি আপনার ব্লগিং এর সাথে করতে পারেন।
আপনি ব্লগিং
এর সাহায্যে যে সকল মাধ্যন গুলো দিয়ে অর্থুপার্জন করবেন তা নিন্মে আলোচনা করা হলো
---
পণ্য রিভিউঃ-
ব্লগিং এর
মাধ্যমে অর্থ উপার্জন করার একটি দারুন উপাই হলো বিভিন্ন পন্য রিভিউ করা। আর আপনি যদি
বিভিন্ন পন্য পর্যালোচনা করতে ভালোবাসেন তাহলে
তো আর কোনো কথাই নেই। তাহলে আপনি কেনো চাইবেন না আপনার পন্য পর্যালোচনা থেকে মানুষ
সেই সেবা টি কিনতে সাহায্যো করবেন না। কেননা আপনিও তো সেখান থেকে মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন। তাহলে কেনো চাইবেন
না আপনার ব্লগে পন্য রিভিউ করতে।
দেখেন , আপনি
যদি আপনার ব্লগে কোনো এক কোম্পানির পন্য রিভিউ এর জন্য একটা কমিশন পেয়ে থাকেন তাহলে
তো আর বলাই লাগে না । আপনার উপার্জন তো আরো সহজ হয়ে উঠলো।
তাই আপনি
ও একটি পন্য রিভিউ সাইট তৈরি করে আপনিও পারেন তাদের মতো অধিক হারে অর্থউপার্জন করতে।
ভারতের একজন
নাম করা ব্লগার আছেন, যার নাম হলো হর্ষ আগারওয়াল তিনি তার একটি বিখ্যাত সাইট শাউট্মিলাউড
, তিনি তার এই সাইট টি সবার মাঝে জনপ্রিয় করে তুলেছেন বিভিন্ন ধরনের পন্য পর্যালোচনার
মাধ্যমে । তিনি তার ব্লগ থেকে মাসিক ৪০,০০০
ডলার বা তার বেশি ইঙ্কাম করে থাকেন। এবং মজার কথা হলো এই যে তিনি তার এই ব্লগিং পেষাই
থেকে বাড়ি গাড়ি ও করে ফেলেছেন।
তিনি ও যখন
ব্লগিং পেশা শুরু করেছিলেন তখন ও তিনি আপনার মতোই একজন সাধারন ব্যক্তি ছিলেন আর এখন
তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই ব্লগিং পেশাকে কাজে লাগিয়ে।
তাই আপনি
পারেন তার মতো একজন ব্লগার হয়ে দেখিয়ে দিতে।
গেস্ট পোস্ট এর মাধ্যমেঃ-
এই মাধ্যমটি
একজন ব্লগারের জন্য দারুন ভুমিকা পালন করে থাকে তার অনলাইন হতে অর্থ উপার্জন করার ক্ষেত্রে।
মনে করে আপনার ব্লগে প্রচুর পরিমানে ট্রাফিক আসে আপনার আর্টিকেল পড়ার জন্য, আর আপনার
কাছে এতো পরিমান ট্রাফিক থাকায় আপনি এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি প্রচুর পরিমানে অর্থ
উপার্জন করতে পারেন।
আপনি আপনার
ব্লগে এমন একটা সুযোগ করে রেখেছেন যে , অন্যরা আপনার ব্লগে এসে তাদের লেখা আর্টিকেল
আপনার ব্লগে পোস্ট করতে পারে।
এখন হয়তো
আপনি এটা ভাবতে পারেন , যে কেউ কেনো আপনার ব্লগে এসে লিখে যাবে। তার কারন টা হলো আপনার
ব্লগে যখন প্রচুর পরিমানে ভিজিটর বা ট্রাফিক থাকবে , আর সেই ট্রাফিক তিনি তার ব্লগে
নিয়ে যাবেন আর তার মাধ্যম টাকে বলে হচ্ছে ব্যাকলিংক।
এই ভাবে আপনি
অফার করতে পারেন যে আপনি কিছু টাকার বিনিময়ে তাদেরকে এই সুযোগ টি প্রদান করছে। তাহলে
এ থেকেও আপনার কিছুটা উপার্জন হয়ে গেলো,
এটিও আপনার
কাছে একটি দারুন উপাই হিয়ে দাড়াল।
প্রিমিয়াম সামগ্রীর জন্য চার্জঃ
আপনার ব্লগ
থেকে আরো একটি দূরদান্ত উপার্জন করার উপাই হল আপনার ওয়েব সাইটে প্রিমিয়াম সামগ্রী রাখুন।
যাতে আপনার একটি অতিরিক্ত অর্থ উপার্জন হয়ে যাই।
দেখেন আপনি
যদি আপনার ফ্রি সামগ্রী দিয়ে যদি লোকের মন জয় করতে পারেন তাহলে কেনো আপনী তাদের কাছে
থেকে এটা আশা ক্করতে পারেন না। আপনার সাইট টা যখন লোকের মাঝে একটি জনপ্রিয় সাইটে পরিনত
হবে তখন আপনি তাদেরকে প্রিমিয়াম সামগ্রী চার্জ করতে পারবেন, আর সেখানে ও আপনি অধিক
পরিমানে উপার্জন করতে পারবেন।
আপনার ব্লগ সাইটে বিজ্ঞাপনের ব্যবহারঃ
ব্লগিং হতে
অধিক পরিমানে আয় করার আরো একটি দারুন মাধ্যম হলো আপনার সাইটে বিজ্ঞাপন এর সু ব্যবস্থা
রাখা। যখন আপনার ব্লগে প্রতেক দিন হাজার ট্রাফিক আপনার লেখা পড়তে আসবে তখন আপনার হাতে
একটি আয় করার সুযোগ থাকবে আর তা হলো বিজ্ঞাপন এর ব্যবস্থা।
বিশ্বে বা
অনলাইন জগতে এমন হাজারো কোম্পানি আছেন যারা তাদের কোম্পানিকে আরো জনপ্রিয় করে তুলতে
বা একটি ব্রান্ডে পরিনত করার জন্য অন্য সব ব্লগার সাইটে এসে অফার করে থাকেন তাদের কোপানিকে
বিজ্ঞাপনের মধ্য দিয়ে অন্যের মাঝে প্রচার করতে।
এর জন্য আপনাকে
তারা মোটা অংকের টাকাও প্রদান করে থাকে। আপনি যদি একটু অনুসন্ধান করে তাহলে আপনি এমন
হাজারো ওয়েব সাইট পাবেন।
কিন্তু আপনি
ও এটা নিজে নিজে করতে পারেন, আর সেটা হলো , যখন দেখবেন আপনার ওয়েবসাইট টা একটা ব্রান্ড
পরিনত হতে চলেছে তখন আপনি নিজে থেকে তাদের কে এই অফার করে তাদের বিজ্ঞাপন আপনি প্রাচার
করতে পারেন।
এই ভাবে আপনি
আপনার ব্লগে বিজ্ঞাপনের দ্বারা প্রচুর পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন।
মূল্য সরবরাহ করুনঃ-
আপনার ব্লগ অর্থোপার্জন ফ্যাক্টর উপর ফোকাস করবেন না। আপনি সম্ভাব্য দর্শকদের কাছে যে ভ্যালুটি সরবরাহ করতে চান তা সম্পর্কে কেবল ভাবুন। আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে আপনার ব্লগটি সেটআপ করতে সক্ষম হতে পারবেন, তবে এর অর্থ এই নয় যে আপনি পরের মুহূর্তে অর্থ উপার্জন করবেন। এটি কেবল একটি নতুন শেখার অভিজ্ঞতা শুরু করবে, ধৈর্য ধরুন এবং অর্থ স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে আসবে।
আপনি যেমন বিজ্ঞাপন নেটওয়ার্ক বুকমার্ক করতে পারেন গুগল এডসেন্স , দুইটি সাইটে করুন, Chitika, কমিশন জংশন , Shareasale , Peerfly এবং WOWtrk ।
যারা ব্লগিংয়ে কেরিয়ার সন্ধান করছেন তাদের পক্ষে আমি সবসময় লোকদের পছন্দের কুলুঙ্গিতে লিখতে পছন্দ করি যাদের সম্পর্কে তারা লিখতে পছন্দ করে বা সর্বাধিক জ্ঞান অর্জন করে তবে এই মতামত এবং রায়টি সম্প্রতি ভুল হয়ে গেছে।
কারণ
তারা দ্রুত ধৈর্য হারাতে এবং আশা হারিয়ে ফেলে।
Affiliate Marketing ( এফিলিয়েট মার্কেটিং )-
এফিলিয়েট
মার্কেটিং কি ? এবং কিভাবে কাজ করে এই এফিলিয়েট মার্কেটিং ? ।
আমরা হয়তো
এক বার না হলেও বার বার শুনেছি এই এফিলিয়েট মার্কেটিং এর কথা। কেনেনা অনলাইন জগতে এই
নাম টা আজ ব্যপক আকারে প্রচারিত হয়েছে ।
তাই আমরা
হয়তা কেউ জানিনা এ ফিলিয়েট মার্কেটিং কি , বিশেষ করে নতুনেরা জানেনা যে এটা কি ,
এফিলিয়েট
মার্কেটিং হলো এমন একটা অনলাইন মার্কেটিং এর মাধ্যম বা প্রকিয়া যেটা থেকে আপনি আপনার
বানানো ব্লগ থেকে একেবারে ভালো পরিমানে বা বলতে গেলে প্রচুর পরিমানে আয় করতে পারবেন ।
কিন্তু এখানেও
আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর এর প্রয়োজন হবে। কেননা আপনার ব্লগে এসে যত মানুষ
আপনার লেখা পোস্ট টি পড়বে ততো পরিমানে আপনি আপনার প্রচার টা তত বেষি মানুষ বা ভিজিটর
এর মধ্যো পৌছাতে পারবেন ।
এফিলিয়েট
মার্কেটিং কি ? এবং এর সকল বিষয় সম্পর্কে জানতে এই পোস্টটি পড়ুনঃ
আপনি আপনার
ব্লগে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন
আপনি আপনার
ব্লগে এফিলিয়েট ,মার্কেটিং করে যে সকল উপাই গুলো দিয়ে ইনকাম করতে পারবেন তা হলো বিভিন্ন
Digital Products এর মাধ্যমে । যেমনঃ
Domain
Softwore
Hosting
Website
Template
Online
E-commerce and
Others
আপনি আপনার
ব্লগে এই সকল ডিজিটাল প্রডাক্টস গুলো আপনার ব্লগে আসা ভিজিটর দের কাছে মার্কেটিং করে
আপনি আপনার ব্লগ থেকে একটা ভালো পরিমানে মোটা অংকের টাকা ইনকাম করতে পারেন । তার জন্য
আপনাকে এই ডিজিটাল প্রডাক্টস গুলোর Affiliate Link সংগ্রহ করে সেই গুলো কে আপনার ভিজিটর
এর কাছে পৌছে দিতে হবে আপনার ব্লগকে কাজে লাগিয়ে ।
তারপর , আপনার
সেই এফিলিয়েট লিংক গুলোর সাহায্যে আসা সেই ভিজিটর গুলি যদি আপনার লিংকে ক্লিক করে সেই
সব ডিজিটাল প্রডাক্টস গুলো কিনে থাকে তাহলে আপনি সেই সকল প্রডাক্টস এর উপর ধার্য করা
একটা ভালো পরিমানে Commission পেয়ে যাবেন ।
অনলাই জগতে
এমন হাজারো কোম্পানি আছে যারা নিজেদের প্রডাক্টস এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যোমে প্রমোট
করে থাকেন ।
আর আপনাকে
এই সকল কোম্পানির প্রমোট করা প্রডাক্টস এর কাযাবলি বা বৈশিষ্ট গুলো আপনি আপনার ব্লগে
নিজের মত করে লিখে সেগুলো আপনার ভিজিটর দের কাছে প্রমোট করে থাকবেন। যার কারে আপনি
আপনার লেখা ব্লগ থেকে সেই সকল কোম্পানির নিকট হতে ভালো পরিমানে কমিশন পেয়ে যাবেন ।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে ?
মনে করেন
আপনি কোনো কোম্পানির Products বা service নিয়ে কাজ করছেন , এবং আপনি সেই প্রডাক্টের
বা সার্ভিসের আলোকে আপনার ব্লগে কিছু লিখে আপনার ভিজিটরের মাঝে মার্কেটিং করে বিক্রি
করাচ্ছেন । এখন মনে করেন সেই Products বা Service
টি মুল্য নির্ধারিত করা হয়েছে &100 বা &200 ডলার এবং আপনি সেই
Products বা Service টি বিক্রি করার জন্য আপনাকে ১০% , ২০% , বা ৩০% কমিশন বা এর
বেশিও প্রদান করতে পারে ।
এই ভাবেই
এফিলিয়েট মার্কেটিং কাজ করে থাকে । যার কারনে আপনি একজন ব্লগার হয়ে এই মাধ্যম দ্বারা
একটা ভালো পরিমানে আয় করতে পারেন।
ব্লগার থেকে
এফিলিয়েট মার্কেটিং করে আয় করার একটি সহজ এবং লাভজনক উপায় হলো এই এফিলিয়েট মার্কেটিং
করা আয় করা ।
ই-বুক বিক্রি করেঃ-
ই-বুক বিক্রি কি ? এবং কিভাবে করবেন।
মনে করেন
আপনি একজন ব্লগার , এবং আপনার খুব ভালো একটা ব্লগ সাইট রয়েছে। যেটা আপনি সবার কাছ থেকে
বিশ্বাসের সাথে সাথে আপনার ব্লগটাকে একটা ব্রান্ড এ পরিনত করেছেন।এবং আপনার সেই ব্লগে
প্রতেক দিন হাজার হাজার লোকেরা বা ভিজিটর আসবেন । আপনার ব্লগের আর্টিকেল পড়ার জন্য
।
সেক্ষেত্রে
, আপনি আপনার ব্লগে পড়তে আসা ভিজিটর বা আপনাকে বিশ্বাস করে ওঠা ভিজিটর দের কথা মাথায়
রেখে , তাদের কথা চিন্তা করে , তারা কি চায় তাদের ইন্টারেস্টের কথা গুলো যাচায় বাচাই
করে আপনি তৈরি করতে পারেন একতি E-Book । এবং সেই সকল ভিজিটরদের কাছে আপনি আপনার সেই
“ই-বুক” বিক্রি করতে পারেন ।
আপনি আপনার
এতোদিনের Experience বা আপনার Knowledge কে কাজে লাগিয়ে তৈরি করতে পারেন একটি কোর্স
। হতে পারে সেটি অনলাই টিপস, হতে পারে ব্লগিং টিপস, ইন্টারনেট টিপস, কম্পিউটার টিপস,
বা যে কোনো ধরনের টিপস ।
তারপরে, আপনি
যখন আপনার সেই কোর্স্টি আপনার ব্লগে আসা ভিজিটরদের কাছে বিক্রি করবেন , হতে পারে সেটার
দাম ১০০০ টাকা । এবং আপনি যদি আপনার সেই কোর্স্টি প্রতেক মাসে ১০ টা করে বিক্রি করতে পারেন তাহলে আপনি মাসে ইনকাম
করছেন ১০০০০ টাকা । তাহলে ব্লগ থেকে আপনার কোর্স্টি বিক্রি করে আয় করলেন ১০০০০ টাকা
। একটা ভালো পরিমানে ইনকাম হলো ই-বুক বিক্রি করে।
কিন্তু একটা
কথা , নতুন অবস্থাই আপনি কিন্তু এটাতে মোটেও ফল পাবেন না, বা আপনার কোনো লাভ হবে না । কেননা নতুন অবস্থায়
আপনার ভিজিটর আপনাকে বিশ্বাস করতে চাইবে না । আর না করারি কথা ।
তাই, আপনার
ব্লগের নাম একটা ব্রাড হয়ে দাঁড়াবে, যখন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে , আপনার ব্লগে
পড়তে আসা পোস্ট গুলো যখন ভালো মানের হবে , তাদের চাহিদাকে পুরন করবে তখনি আপনি আপনার
( E-Book ) বিক্রি এর কাজ শুরু করতে পারবেন
।তখনি ই-বুক হতে সেল পাওয়ার এবং ইনকাম করার সহজ উপাই হিসাবে পরিনত হবে ।
ব্লগিং থেকে
ইনকাম করার একটা সহজ এবং লাভজনক উপাই হতে পারে , যদি আপনি আপনার ব্লগকে একটা ভালো ব্রান্ডে
পরিনত করতে পারবেন ।
বিজ্ঞাপন দেখিয়ে আয়ঃ-
ব্লগ থেকে ইনকামের একটি সহজ পন্থা হলো বিজ্ঞাপন প্রচার
করা । বা বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা । বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার একটি সেরা বা সবার
উপরে একটি সাইট হলো Google Adsense ।
কিন্তু আমরা
যারা নতুন ব্লগার তারা এই গুগোল এডসেন্সের সাথে কাজ করতে অনেক সমস্যায় পড়েন । অনেকে
আবার google adsense এর approval পান না । যার কারনে তারা তাদের ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে
ইনকামের সহজ প্রক্রিয়াটা ব্যবহার করতে পারেন না ।
যার কারনে
তারা তাদের ব্লগে বিজ্ঞাপন দেখানোর জন্য অনেক সার্চ বা নেট ঘাটা ঘাটি করেন , দেখেন
এমন কোনো সাইট আছে কিনা বিজ্ঞাপন প্রচারের জন্য ।
কিন্তু আপনি
কি জানেন , ইন্টারনেটের জগতে এমন অনেক সাইট আছে যারা অন্যের লেখা ব্লগে বিজ্ঞাপন প্রচার
করিয়ে থাকে । ইন্টারনেটে google adsense এর বিকল্প সাইট ও আছে যারা বিজ্ঞাপন প্রচার
করে ।
আপনি এই বিকল্প
মাধ্যম গুলো ব্যবহার করে আপনার ব্লগে আর্টিকেল লিখে তাতে Advertisement বা বিজ্ঞাপন
দেখিয়ে এডসেন্সের মতো ভালো টাকা আয় করতে পারেন ।
তাই, আপনি
যাতে এই বিকল্প সাইট হতে ইনকাম করতে পারেন আমি তার কিছু নাম বলে দিচ্ছি
গুগল এডসেন্সের কিছু বিকল্প সাইটঃ
Media.net
Infolinks
Propeller
Yllix.com
Adstera
Others
এই ধরনের
কোম্পানি গুলো ব্যবহার করে আপনি আপনার ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ভালো পরিমানে ইনকাম করতে
পারেন এডসেন্সের মতোই ।
তাই আমি তাদের
কে বলবো , যারা গুগল এডসেন্সের এপ্রুভাল পাচ্ছেন না তারা এই ধরনের কোম্পানি গুলো ব্যবহার
করে এই কোম্পানি বা সাইট এ রেজিস্টেশন করে তাড়াতাড়ি বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম শুরু করে
দেন ।
Direct Paid Promotion
ব্লগ বানিয়ে অনলাইন থেকে ইনকাম করার আরো একটি সহজ ও লাভজনক উপায়
হলো আপনার ব্লগে পেইড প্রমোশন করা ।
পেইড প্রমোশন
বলতে , আপনার ব্লগে অন্য কোনো কোম্পানির অফারকে প্রমোট করা বা তাদের প্রডাক্টস কে আপনার
সাইট হতে প্রমোশন করা ।
আপনার যদি
একটি সফল ব্লগ সাইট থাকে তাহলে আপনি সেই ব্লগ থেকে পেইড প্রমোশন করে ইনকাম করে সহজ
বা লাভজনক উপাই বলে প্রমানিত হতে পারে ।
কিন্তু তার
জন্য আপনার ব্লগে উন্নত মানের এবং কাজের ভ্লো বা হাই কোয়ালিটি মানের আর্টিকেল থাকতে
হবে । এবং সেই আর্টিকেল গুলি ভালোভাবে প্রমোট করতে হবে ।
তারপরে যখন আপনার ব্লগে প্রতি মাসে
ভালো পরিমানে ভিজিটর বা ট্রাফিক ব্লগে ভিজিট করবে তখন
আপনি সেই সময় আপনার ব্লগে এই পেইড প্রমোশন
করা শুরু করে দিতে পারেন ।
মানে আপনার ব্লগ যখন অনেক জনপ্রিয় বা ফেমাস হয়ে
উঠবে , তখন আপনার ব্লগে এসে বড় বড়
কোম্পানিরা আপনার ব্লগকে অফার করবে যে আপনি তাদের
প্রডাক্টস বা সার্ভিসকে
প্রমোট করার
জন্য।
আর
তখনি আপনি আপনার ব্লগে এই পেইড প্রমোশন
কাজ করতে পারবেন । আবার কিছু
কিছু ক্ষেত্রে আপনি তাদের কাছে এই অফারটি ও নিয়ে যেতে পারেন
আপনার ব্লগে প্রমোশন করার জন্য ।
এইভাবে
আপনি আপনার ব্লগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির offer বা service প্রমোশন বা প্রমোট
করে একটা ভালো পরিমানে টাকা আয় করতে পারেন । আপনার ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখে ।
কেননা
এখনকার যুগ হলো ইন্টারনেটের যুগ , তাই আপনাকে তাদের অফার প্রমোট করা বা প্রমোমশন করা
ও আপনার কাছে অনেক সহজ হয়ে থাকবে ।
পেইড গেস্ট পোস্টিংঃ-
ব্লগ থেকে
ইনকাম করার আরো একটি সহজ বা লাভজনক উয়ায় হলো পেইড গেস্ট পোস্টিং ।
গেস্ট
পোস্টিং মানে হলো , মনে করেন আপনার একটি ব্লগ আছে এবং আপনার ব্লগাও অনেক জনপ্রিয় হয়ে গেছে , এখন অনেক ব্লগাররা আছেন যারা আপনার
ব্লগে তাদের সার্থ্বের জন্য আপনার ব্লগে আর্টিকেল লিখতে চাইবে ।
এখন আপনি
মনে করছেন তারা আপনার ব্লগে কেনো আসবে আর্টিকেল লিখতে এই তো ?
আপনি কি
জানেন গুগোল হতে অধিক পরিমানে ফ্রি ট্রাফিক পেতে হলে আপনার সাইটে backlink এর প্রয়োজন
রয়েছে । আর তারা যখন আপনার ব্লগে আর্টিকেল লিখতে আসবে তার কারন হলো তারা সেই আর্টিকেলে
তাদের url address তাদের লেখা আর্টিকেলে
add করে দেবে । যার কারনে তারা আপনার ব্লগ হতে backlink পেয়ে থাকবে ।
তাদের
গেস্ট পোস্টিং করার আরো মানে হলো তারা তাদের ব্লগের আর্টিকেল এর মার্কেটিং বা
প্রচার আপনার ব্লগে এসে করে আপনার ব্লগ থেকে কিছু সখ্যক ভিজিটর বা ট্রাফিক তাদের
ব্লগে নিয়ে যাবে এই জন্য ।
এবং নতুন
ব্লগাররা আপনার ব্লগে এসে guest posting করে তারা তাদের ব্লগের backlink quality আরো
অধেক বাড়িয়ে নেবে । কেননা গুগোল এ আপনার ব্লগ এর র্যাংকিং এ আনতে হলে ব্যাক্লিং অনেক
দরকারি ।
যার কারনে
আপনি এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি আপনার সাইটে গেস্ট পোস্টিং করে আপনার ব্লগ হতে সহজ
ভাবে অধিক টাকা ইনকাম করতে পারেন ।
আর এই
উপায়ে অধিক টাকা ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার ব্লগকে একটি ব্রান্ডে পরিনত করতে হবে
। তার পরে আপনি ভালো ইনকাম করতে পারবেন । এর পরে আপনি আপনার নিজের মত করে একটি নির্দিস্ট
পরিমানে টাকা ধার্য করবেন । হতে পারে এক একটি পোস্টের জন্য ১০০ হতে ৫০০ বা তারও বেশি
করতে পারেন , কিন্তু সেটা আপনার ব্লগের ব্রান্ড দেখে ।
উপসং হারঃ
আশা করি আপনি
উপরিউক্ত বিষয় গুলো হতে ২০২০ সালের সাথে সাথে অনলাইন হতে অর্থ উপার্জন করবেন তা বুঝতে
পেরেছেন । আমি আমার পুরো গবেষনার মধ্য দিয়ে আপনাকে বোঝানোর চেস্টা করেছি । এবং সকল
জটিল বিষয় গূলো আপনার মাঝে ফুটিয়ে তুলেছি।এখন আমি মনে করি আপনি আপনার নিজের একটি ব্লগ
সাইট খুলে আপনার ব্লগিং পেষাকে আরো বড় করে তুলুন। আপনিও এই পেষায় নিয়োজিত হয়ে যান।
তাহলে আপনি পারবেন অন্যের মতো সাধীন ভাবে ঘরে বসে
থেকে অনলাইন হতে উপার্জন করতে। তাই আর দেরি না করে আপনিও এই কাজে ঝাপিয়ে পড়ুন।
আশা করি আমি আপনাকে কিভাবে একটি ব্লগ সাইট বানাবেন তা শেখাবো। কিভাবে একটি ব্লগ সাইট
বানাবেন ফ্রিতে তা পড়তে এই পোস্টটাতে যান।
বিঃদ্রঃ আপনার
ব্লগ সাইট বানানোর জন্য আপনাকে অবশ্যয় একটি ডোমেইন বা একটি হোস্টিং এর প্রয়োজন হবে
, আর তার জন্য আমি আপনাকে একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সংস্থাকে রিকুরমেন্ট করবো তা হলো
Bluehost.com এখানে আপনার পছন্দের মতো সার্ভিস
পেয়ে যাবেন। আশা করি আপনি এই কোম্পানির সাথে নিজেকে নিযুক্ত করুন।
ধন্যবাদ।


0 Comments: