Headlines
Loading...
What is web hosting? What you need to know before buying hosting

What is web hosting? What you need to know before buying hosting

What is web hosting? What you need to know before buying hosting

ওয়েব হোস্টিং কি? হোস্টিং কেনার আগে আপনার যা জানা প্রয়োজন

 

আজ আমি আপনাদের সাথে যে বিষয় টি নিয়ে আলোচনা করবো তা হলো ওয়েব হোস্টিং কি? ওয়েব হোস্টিং কেনার আগে আপনার জেটা জানা বিশেষ জরুরি এবং প্রয়োজন ।

হাই বন্ধুরা , কেমন আছেন সবাই , আশা করি ভালো আছেন ।

একটা কথা বলতে কি আমরা যারা ব্লগার ব্যবহার করি , তারা হয়তো অনেকেই জানিনা যে ওয়েব হোস্টিং কি ? এবং ব্লগারের সাথে আমাদের কোনটি ব্যবহার করতে হবে। আসলে নতুন যারা আছেন তারাও হয়তো জানেন না যে ব্লগারে হোস্টিং ব্যবহার করতে হয় কিনা ।

কেননা না আমরা প্রতেকেই বেশির ভাগে গুগোগের প্রডাক্টস রয়েছে যেটা সেটা ব্যবহার করে থাকি , তা হলো ব্লগার ডট কম সাইট। আর এই কারনেই আমরা জানি না যে এই ব্লগার এ ওয়েব হোস্টিং প্রয়োজন আছে  কিনা ।

তার কারন হলো ব্লগার ডট কম আমাদের কে এমন একটি সুবিধা প্রদান করে রেখেছে যে আমাদের কে কোনো কিছুই দরকার হয় না । গুগোল ব্লগার আমাদেরকে একটি ফ্রি ডোমেইন এবং একটি ফ্রি ওয়েব হোস্টিং প্রদান করা থাকে। যার কারনে আমাদের ওই বিষয় টা নিয়ে চিন্তায় করতে হয় না।

এই জন্য আমরা যারা নতুন ব্লগার আছি , তারা এই বিষয় টা নিয়ে চিন্তায় করা লাগে না ।

কিন্তু এমন একটা সময় আসবে যখন আমাদের কে ই ওয়েব হোস্টিং এর প্রয়োজন হবে। তখন আমরা যারা জানি না কেমন ভাবে যানবো এই ওয়েব হোস্টিং কি? এবং এটা আমাদের সাইটের জন্য কিনবো কিভাবে।

 

তাই আজকে আমি আপনাদেরকে জানাবো ওয়েব হোস্টিং কি? এবং এটি কেনার আগে আপনার কোন কোন বিষয় গুলো খেয়াল রাখতে হবে।

 

তাহলে চলুন আজকের পোস্ট নিয়ে আলোচনা করা যাক।

সুতরাং, আমরা এই দুইটার আগে জানবো হোস্টিং কি? এবং তার পরে আমরা জানবো ওয়েব হোস্টিং কেনার আগে আপনাকে  কোন দিকের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে বা কেনার আগে আপনাকে যা জানতে হবে।

 

ওয়েব হোস্টিং কি ?

ওয়েব হোস্টিং এমন একটি কম্পিউটার , যেখানে লোকেরা তাদের ওয়েবসাইটগুলি সঞ্চয় করে থাকে । আপনি এটিকে এমন একটি ঘর হিসাবে ভাবুন,  যেখানে আপনি আপনার সমস্ত জিনিসপত্র সঞ্চয়  করতে পারেন ।  তবে এখানে আপনি আপনার জামাকাপড় এবং আসবাবপত্র সঞ্চয় করার পরিবর্তে আপনি একটি কম্পিউটার হোস্টে কম্পিউটার ফাইল (এইচটিএমএল, নথি, চিত্র, ভিডিও, ইত্যাদি) সঞ্চয় করতে পারেন ।

"ওয়েব হোস্টিং" বলতে আপনার ওয়েবসাইটটি সঞ্চয় করার জন্য এবং ইন্টারনেট সংযোগ সরবরাহ করার জন্য তাদের কম্পিউটার / সার্ভারগুলি ভাড়া নেওয়ার উদ্দেশ্যে সেই সংস্থাকে বোঝায় যাতে অন্যান্য ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইটে থাকা ফাইলগুলিতে অ্যাক্সেস করতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রে, এই হোস্টিং সংস্থাগুলি সার্ভার রক্ষণাবেক্ষণের কাজগুলি যেমন ব্যাকআপ, রুট কনফিগারেশন, রক্ষণাবেক্ষণ, দুর্যোগ পুনরুদ্ধার ইত্যাদি পরিচালনা করবে।

অন্য ভাবে বলা যাই,

ওয়েব হোস্টিং এমন একটি পরিষেবা যা সংস্থা এবং ব্যক্তিদের একটি ওয়েবসাইট বা ওয়েব পৃষ্ঠা ইন্টারনেটে পোস্ট করতে দেয়। একটি ওয়েব হোস্ট, বা ওয়েব হোস্টিং পরিষেবা সরবরাহকারী এমন একটি ব্যবসা যা ইন্টারনেটে দেখার জন্য ওয়েবসাইট বা ওয়েবপৃষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও পরিষেবা সরবরাহ করে। সার্ভারস নামে পরিচিত বিশেষ কম্পিউটারগুলিতে ওয়েবসাইটগুলি হোস্ট করা বা সংরক্ষণ করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন আপনার ওয়েবসাইটটি দেখতে চান, তাদের ব্রাউজারে আপনার ওয়েবসাইট ঠিকানা বা ডোমেন টাইপ করতে হবে। তাদের কম্পিউটারগুলি তখন আপনার সার্ভারের সাথে সংযুক্ত হবে এবং ব্রাউজারের মাধ্যমে আপনার ওয়েবপৃষ্ঠাগুলি তাদের কাছে সরবরাহ করা হবে।

 

বেশিরভাগ হোস্টিং সংস্থাগুলির প্রয়োজন হয় যে সেগুলি দিয়ে হোস্ট করার জন্য আপনার নিজের ডোমেনের মালিকানা রয়েছে। আপনার যদি ডোমেন না থাকে তবে হোস্টিং সংস্থাগুলি আপনাকে একটি কিনে সহায়তা করবে।

 

বর্তমানে  বেশ কয়েকটি হোস্টিং সংস্থা  রয়েছে যা ব্যবহার করে আপনি আপনার  সাইটগুলি হোস্ট করতে পারেন । আপনি কি  হোস্টিং প্যাকেজ কিনতে চান।

কয়েকটি জনপ্রিয় হোস্টিং কোম্পানির ঠিকানাঃ www.godaddy.com www.linuxhostlab www.nrhosting.com  www.hostambit.com www.bluehost.com

ওয়েব হোস্টিং কী বা এটি কী কাজ করে  তা জানা, এটি কী ধরণের ওয়েব হোস্টিং সে সম্পর্কে  জানা খুব গুরুত্বপূর্ণ   ওয়েবসাইটের প্রয়োজনীয়তা, সুরক্ষা, গতি ইত্যাদির উপর ভিত্তি করে আমরা অনেক ধরণের ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারি

অতএব, ওয়েব হোস্টিং বিভিন্ন ধরণের আছে। ব্লগ এবং ওয়েবসাইট গুলি হোস্ট করার জন্য সর্বাধিক ব্যবহৃত ওয়েব হোস্টিং গূলো হলো :

শেয়ার্ড হোস্টিং (shared hosting)

V P S (Virtual private server)

ডেডিকেটেড হোস্টিং (dedicated server)

ক্লাউড হোস্টিং (cloud hosting)

 

হোস্টিং কেনার আগে আপনাকে কোন কোন বিষয় গুলো জানা উচিত

 

আপনি যদি আপনার ওয়েব সাইটের জন্য একটি হোস্টিং কিনতে চান তাহলে আপনাকে কয়েকটি জিনিসের কথা মাথায় রেখে আপনাকে হোস্টিং কিনতে হবে। কেননা হোস্টিং কিনতে হতে একটি উপযুক্ত জায়গা হতে হোস্টিং কিনতে হবে।

আর সেই সম্পর্কে আলোচনা আমি আপনাকে নিচে ভালো করে বিশ্লেষন করে দিচ্ছি। যাতে আপনি হোস্টিং কেনার আগে এই বিষয়  গুলো আপনার মাথায় থাকে।

বাজেট/ মূল্যঃ

হোস্টিং কেনার আগে আপনাকে সর্বপ্রথমে আপনাকে যেটি মাথায় রাখতে হবে তা হলো আপনার বাজেট। কেননা প্রতেকেরিই হোস্টিং কেনার আগে একটি আনুমানিক বাজেট নির্ধান করা থাকে। তাই আপনি যদি একটি ভালো মানের বা উন্নত মানের হোস্টিং কিনতে চা তাও আবার কম দামে তাহলে আপনাকে বাজার যাচাই করে দেখতে হবে। তাই আপনার বাজেট নির্ধারন করা একান্তই প্রয়োজন।

সব সমইয় একটি কথা চিন্তা করবেন আপনার বাজেট যেমন আপনি তেমনি পরিসেবা প্রদান করতে পারবেন, কেননা আপনি কখনই ডিমের দামে মুরগি কনতে পারবেন না। তার কারন হলো একটি উন্নত মানের ডেডিকেটেড হোস্টিং এর দাম ১৫০-৫০০ হতে পারে। এখন আপনি যদি মনে করে আপনি প্রতি মাসে ২ ডলারে ৫০ গিগাবাইট সার্ভার চান তাহলে আপকে ডাউনটাইম এবং ধীর গতি বা আপনার সাইটের লোড টাইম নিয়ে সহ্য করতে হবে।

তাই এটি কেনার আগে ভেবে দেখবেন আপয়ান্র বাজেটের সাথে যাই কিনা।

 

 

ডিস্ক স্পেস

হোস্টিং কেনার আগে আপনাকে আরো একটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে আর তা হলো আপনার হোস্টিং এর স্থান বা ডিস্ক স্পেস। প্রথমত এই ক্ষেত্রে আপনাকে নির্ধারন করতে হবে যে আপনার ওয়েব সাইটের জন্য কতটুকু স্থানের প্রয়োজন। কেননা আপনি অযথা হোস্টিং জাইগা কিনতে চাইবেন না , এই জন্য আপনাকে আগে আপনার ওয়েব সাইটের জায়গা কতটুকু লাগবে তা গননা করতে হবে,।

আপনি যদি মনে করেন যে , আপনার কয়েকটি পৃষ্ঠা গুলি সহ আপনার ব্যক্তিগত ফাইলেই বা ওয়েব সাইটের জন্য হোস্টিং কিনবেন তাহলে সে ক্ষেত্রে আপনাকে 50 MB  জায়গা হলেই যথেষ্ঠ । আর যদি আপনার ওয়েব সাইট টি ব্যক্তিগত ব্লগ সাইট হয় তবে আপনাকে 200-500 MB  স্থান লাগবে।

কিন্তু আপনি যদি এটাও মনে করেন যে আপনার কাছে ফটো, গান, বা ভিডিও রয়েছে তাহলে আপনাকে সে ক্ষেত্রে বড় ধরনের স্থানের কথা চিন্তা করতে হবে।

অনেকেই আছেন যারা তাদের ওয়েব সাইটের জন্য অযথা হোস্টিং কিনে থাকেন । তাদের ক্ষেত্রে দেখা যাই যে , তাদের ওয়েব সাইটের জন্য 100 MB  স্থানের প্রয়োজন কিন্তু তারা তাদের সাইটের জন্য 1-50 GB  হোস্টিং কিনে থাকেন । যেটি তাদের মোটেও দরকার হয় না ।

যার কারনে তাদের কে ওই 100 mb এর জায়গার জন্য অযথা 1-50 gb  এর অর্থ প্রদান করতে হচ্ছে প্রতেক বছরেই।

তাই আপনার ওয়েব সাইটের জন্য অযথা জাইয়া না   কিনে আপনার প্রয়োজন মত জায়গা কিনুন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে ক্ষুদ্রতম জাইগা দিয়ে শুরু করুন।

আর আপনার যদি পরে আরো জায়গার প্রয়োজন হয় তাহলে আপনি সেটি আপগ্রড করে পরবর্তি প্লানের সাহায্য নিন। আপনার জন্য সব সময় আপগ্রেডের সুযোগ প্রদান রয়েছে।

তাই সীমাহীন জায়গার ফাঁদে পড়বেন না। এটি একটি বিপণন কৌশল। আপনার ক্ষেত্রে কোনও সংস্থাকে সীমাহীন জায়গা দেওয়া সম্ভব নয়। আপনি বাজারে সীমাহীন হার্ড ড্রাইভ দেখেছেন কিনা তা একবার ভেবে দেখুন। সার্ভারটি আসলেই আমাদের পিসির মতোই।

 

 

ব্রডব্যান্ড-

 

যখন কোনো ভিজিটর বা ট্রাফিক রা আপনার ওয়েব সাইটে যান , তখন আপনার সাইটের পৃষ্ঠা গুলো, চিত্র,গান , ভিডিও বা যা কিছু আছে সেগুলো আপনার পাঠকের কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হয়। তাই প্রাথমিক ভাবে একটি সাইটের জন্য ১ গিগাবাইট ব্যান্ডউইথ যথেষ্ঠ। তাই  কোনও ব্যক্তিগত সাইটের জন্য বেশি খরচ করা মোটেও উচিত নয়।এবং আপনার সাইটে যদি প্রচুর চিত্র, ভিডিও ইত্যাদি থাকে তবে এর জন্য প্রচুর পরিমাণে ব্যান্ডউইথের প্রয়োজন হতে পারে। 10-100 জিবি বা আরও বেশি।

আপটাইম / এসএলএ গ্যারান্টি

আপটাইম বা এস এল এ গ্যারান্টি সমস্যা একটি ওয়েব সাইটের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন। কেননা যতক্ষণ হোস্ট সার্ভার সক্রিয় থাকবে ততক্ষণ আপনার ওয়েবসাইট টি  সক্রিয় থাকবে।

সুতরাং , এটি কেবল পাঠকের জন্যই নয়, অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্যও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে ।পাঠক একবার আপনার ওয়েবসাইটে পৌঁছে দেখেন যে আপনার ওয়েবসাইটটি কাজ করছে না, আপনার মনে একটি নেতিবাচক প্রতিক্রিয়া হবে এবং ভবিষ্যতে নাও আসতে পারে।তেমনি, সার্চ ইঞ্জিন বট সূচকের সময় যদি কোনও ওয়েবসাইট ডাউন হয়, তবে তা ফিরে আসবে এবং আপনি আপনার ওয়েবসাইটকে সূচিকরণ থেকে বঞ্চিত হবেন।

এখন, প্রতিটি হোস্টিং সংস্থা সময়ের 99.9% সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেয়। তবে আপনার আসল আপটাইম গণনা করা সম্ভব হয়  নয়।

সুতরাং আপনি কেনার আগে, আপনি যে সংস্থার কাছ থেকে কেনার কথা ভাবছেন তার নামে আপটাইম শব্দটা  যুক্ত করে একটি গুগল অনুসন্ধান করুন।

উদাহরণস্বরূপ, আপনি যদি bulehost আপটাইম টাইপ করে অনুসন্ধান করেন তবে আপনি bluehost.com এর আপটাইমটি জানতে পারবেন। এবং যদি সংস্থাটি এক মাসের আপটাইম গ্যারান্টি রক্ষা করতে না পারে, তবে যদি এটি এর জন্য  সরবরাহ করে তবে এটি যাচাই করা দরকার।

 

মানি ফেরতের গ্যারান্টি-

ওয়েব হোস্টিং কেনার আগে আপনার এটাও জানা বিশেষ জরুরি যে সেই হোস্টিং কোম্পানি মানি ফেরত এর কোনো সুযোগ করে রেখচে কিনা। কেননা মানি ফেরতের গ্যারান্টি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সংস্থা আছে যারা  15 দিনের টাকা ফেরতের গ্যারান্টি দেয়। কেনার আগে,আপনি  নিশ্চিত হয়ে নিন,  যে সংস্থাটি মানি-ফেরতের গ্যারান্টি দিচ্ছে কিনা ।

সংগঠনের সাধারণ অবস্থা

 

হোস্টিং কেনার আগে আপনার এটা জানা প্রয়োজন আছে , হোস্টিং সংস্থাটি ভাল বা খারাপ কিনা তা জানার চেষ্টা করুন। আপনি কেবল কোম্পানির পর্যালোচনা দেখে কোম্পানির প্রতি ব্যবহারকারীদের মনোভাব বুঝতে পারবেন।

উদাহরণস্বরূপ, আপনি গুগলে যান এবং Bluehost  পর্যালোচনা এবং অনুসন্ধান টাইপ করলে আপনি ব্যবহারকারীরা bluehost.com  সম্পর্কে কী ভাবছেন তা খুঁজে পেতে পারেন।

যদি সংস্থাটি বিলিং সফ্টওয়্যার আইনত ব্যবহার করে। অথবা চুরি করা সফ্টওয়্যার ব্যবহার করতে ভুলবেন না। চুরি হওয়া স্ক্রিপ্টগুলি ব্যবহার করে পরিষেবা সরবরাহকারীদের কাছ থেকে ভাল কিছু আশা করা ভুল হবে।

 

 

জন্য সমর্থন-

 

সমর্থন আজকের বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার সার্ভারটি নীচে যায় এবং প্রতিবেদন করতে এবং প্রতিক্রিয়া জানাতে কয়েক দিন সময় নেয় তবে আপনি লক্ষ লক্ষ দর্শক হারাতে পারেন। এবং আপনি যদি একজন রিসেলার গ্রাহক হন তবে আপনি বড় বিপদে পড়বেন। আপনার ক্লায়েন্টের জবাব দেওয়ার মতো কিছুই নেই। সুতরাং নিশ্চিত হয়ে নিন যে সংস্থার সমর্থনটি দ্রুত  কিনা । হোস্টিং সংস্থাকে জিজ্ঞাসা করুন তাদের গ্যারান্টিযুক্ত সহায়তা সাড়া জাগানোর সময়টি কী। এবং সমর্থন দিয়ে কি করতে হবে।

আবাসন বৈশিষ্ট্য

হোস্টিং পরিকল্পনাগুলিতে যদি কোনও সীমাবদ্ধতা থাকে তবে এটি প্রায়শই ভালভাবে উল্লেখ করা হয় না। সুতরাং পরিকল্পনাগুলি তুলনা করুন এবং দেখুন আপনার জিনিসগুলি আপনার প্রয়োজনের সাথে মেলে কিনা। আপনি যদি asp.net তে কোনও সাইট বানাতে চান তবে আপনার উইন্ডোজ হোস্টিং দরকার। এটি লিনাক্স হোস্টিংয়ে চলবে না। তারা আপনার প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি সরবরাহ করতে পারে কিনা তা দেখুন।

সীমাবদ্ধতা জানা

আপনি আপনার হোস্টিংয়ে যা হোস্ট করতে পারেন এবং যে পরিমাণ স্থান, ব্যান্ডউইথ, সিপিইউ আপনি ব্যবহার করতে পারেন সেগুলি পরিষেবার শর্তাদি পৃষ্ঠাতে সরবরাহ করা হয়েছে। তারপরে আপনাকে সংস্থার শর্তাদি পড়তে হবে।

কন্ট্রোল প্যানেল-

হোস্টিং কেন্র আগে আরো জানা দরকার আপনার কন্ট্রোল প্যানেল সম্পর্কে। আপনি আপনার ওয়েবসাইটকে পরিচালনা করতে হলে আপনাকে অবশ্যয় একটি কন্ট্রোল প্যানেলের দরকার হবে। আর কন্ট্রোল প্যানেলের সাহায্যে আপনি আপনার ওয়েব সাইটকে সব সময় পরিচালনা করতে পারবেন। ওয়েব হোস্টিংয়ের সবচেয়ে সহজ এবং সর্বাধিক কার্যকরী নিয়ন্ত্রণ প্যানেল হলো সিপ্যানেল। তাই আপনি চেস্টা করুন সি প্যানেল হোস্টিং নেয়ার জন্য।

সার্ভার লোড

আপনি এটা নিশ্চিত হন যে আপনার সাভার ওভারলোড হয়েছে। আপনি হোস্টিং সংস্থাকে মোট কোর এবং সার্ভার প্রসেসর সম্পর্কে জিজ্ঞাসা করেন। সার্ভারের ওভারহেড যদি সার্ভার কোরটি 6 হয় এবং এর সার্ভার লোড 8 এর চেয়ে বেশি হয়

প্রযুক্তিগত সীমাবদ্ধতা

 

আপনি যদি ব্লগ, ই-বাণিজ্য, লাইভ ভিডিও ইত্যাদির মতো কোনও সাইট তৈরি করতে চান তবে তিনটি সস্তা রাষ্ট্রের মধ্যে প্রবেশ না করাই ভাল। সস্তা সার্ভারগুলির হার্ডওয়্যার কনফিগারেশন খুব ভাল নয়।

ফলস্বরূপ, আপনার সাইটটি বেশিরভাগ সময় অফলাইন / অলস থাকবে, যা আপনার এবং আপনার দর্শকদের পক্ষে কাম্য নয়। সুতরাং, আপনি যে সংস্থাটি বেছে নেবেন তা চয়ন করুন যা আপনার পক্ষে সেরা। অযথা নিজেকে হেনস্থা করে সংগঠনকে খারাপ করবেন না।

বিশেষ সুবিধা

সোজা কথায় কথায় কথায় বলে, "আপনার সৌন্দর্যের রহস্য কী?" অর্থাত, কোন বৈশিষ্ট্যটি আপনার নির্বাচিত সংগঠনটিকে আপনার পক্ষে সেরা করে তোলে? একাধিক ডেটা সেন্টার, প্রতিদিনের ব্যাকআপ, ফ্রি ডোমেন প্রাইভেসি, সীমাহীন ব্যান্ডউইথ, যাই হোক না কেন, যদি তারা ভাবেন যে তারা আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করতে পারে তবে আপনি তাদের পরিষেবা নিতে পারেন।

ব্যবহারকারী মন্তব্য

হোস্টিং কেনার আগে আপনাকে একটি বিষয়ের প্রতি বিশেষ ধ্যান দিতে হবে তাহলো ব্যবহারকারীর মন্তব্য । আপনি কেবল তাদের ব্লগ এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে এ সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করতে পারেন। এছাড়াও, আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমাদের স্থানীয় সংস্থাগুলির সাথে দেখা করতে পারেন।

ইমেল পরিষেবা

হোস্টিং কেনার আগে এটাও জানবেন যে সেই হোস্টিং কোম্পানি আপনাকে ইমেইল পরিষেবা প্রদান করছে কিনা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।  আপনি এই সম্পর্কে যে সংস্থাটি চয়ন করেছেন তাকে  অবশ্যই জিজ্ঞাসা করুন। আপনার সাইটে যদি কোনও সমস্যা থাকে তবে আপনার বুঝতে হবে যে তারা এই বিষয়ে যথাযথ সুবিধা সরবরাহ করেনি। অতএব, ইমেল পরিষেবা এবং শুক্রাণুর সমাধান সম্পর্কে আগাম অনুসন্ধান করুন।

ব্যাকআপ / সুরক্ষা

ওয়েব হোস্টিং সরবরাহকারী অনলাইন হুমকির জন্য ঝুকিপূর্ন যা আপনার ডেটা সুরক্ষার কোনো গ্যারান্টি দেই না এবং তাই হোস্টিং সরবরাহকারী এবং আপনার নিয়মিত ব্যাকআপের প্রয়োজন হয় এটি নিশ্চিত করবে যে আপনার ডেটা সুরক্ষিত আছে এবং আপনার একাধিক অনুলিপি রয়েছে যাতে আপনি যখনই চান আপনার ডেটা ফিরে পেতে পারেন।

 

শর্তাদি

হোস্টিং পরিষেবাটির বিভিন্ন শর্তাবলী রয়েছে এবং শর্তাদি স্বীকার করার আগে বা পরিষেবাটি ব্যবহার শুরু করার আগে আপনাকে অবশ্যই তাদের পুরোপুরি পর্যালোচনা করতে হবে। সংস্থা এবং পরিষেবা নীতিগুলি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করুন যা আপনি যদি নিয়ম লঙ্ঘন করেন বা পরিষেবাটি বাতিল করেন তবে পরে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না। এর মধ্যে আপনি কীভাবে পরিষেবাটি ব্যবহার বন্ধ করতে এবং আপনার পরিষেবা সরবরাহকারী পরিবর্তন করতে পারেন সে সম্পর্কে প্রস্থান কৌশল অন্তর্ভুক্ত রয়েছে।

 

মন্তব্য এবং রেটিং

হোস্টিং সরবরাহকারীর সাথে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে লোকেরা সর্বদা ভাল বা খারাপের জন্য একটি নির্দিষ্ট পরিষেবাকে রেট দেয়। অনলাইন, আপনি সঠিক পছন্দে আপনাকে গাইড করতে বিভিন্ন হোস্টিং সরবরাহকারীদের অনেকগুলি পর্যালোচনা খুঁজে পেতে পারেন। হোস্টিং সংস্থাগুলি এমনকি তাদের ক্লায়েন্টদের সরবরাহ করা সাধারণ পরিষেবা অনুযায়ী শ্রেণিবদ্ধ করা হয়।

 

. মূল্য এবং প্যাকেজগুলির তুলনা

যেমনটি আমি আগেই বলেছি, বাজারে কয়েক ডজন হোস্টিং সরবরাহকারী রয়েছেন যা একটি প্যাকেজে সমস্ত পরিষেবা সরবরাহের ক্ষেত্রে সেরা বলে দাবি করেন । তবে একজন গ্রাহক হিসাবে আপনার প্রয়োজন অনুসারে সেরা হোস্টিং প্যাকেজটি অনুসন্ধানের জন্য আপনার দায়িত্বশীল হওয়া উচিত বিভিন্ন হোস্টিং সরবরাহকারীদের থেকে প্যাকেজগুলির তুলনা করুন, সেই প্যাকেজগুলির বৈশিষ্ট্য এবং দামগুলি তুলনা করুন, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

 

ডোমেন

গ্রাহক হিসাবে আমরা যে পণ্য বা পরিষেবাটি কিনছি তার সাথে আমরা সর্বদা কিছু ফ্রি স্টাফ পছন্দ করি এবং এই দৃশ্যে কিছু হোস্টিং সংস্থা রয়েছে যা তাদের গ্রাহককে প্রথমবারের জন্য ফ্রি ডোমেন সরবরাহ করে। আরেকটি বিষয় বিবেচনা করে তা ' আপনি একক হোস্টিং পরিষেবাদিতে একাধিক ডোমেন হোস্ট করতে পারেন কিনা। এমন একটি পরিষেবা চয়ন করুন যেখানে আপনি একই সার্ভারে দুটিরও বেশি ওয়েবসাইট চালাতে পারেন।

বিনামূল্যে ডোমেন

আচ্ছা, আপনার কী দরকার? অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে নয়। সমস্যাটি ' ডোমেনটি প্রথম বছরের জন্য বিনামূল্যে থাকবে এবং এটি বাড়ানোর জন্য সর্বাধিক মূল্যে চার্জ নেওয়া হবে। আপনি সর্বদা সস্তা দামে bluehost  দীর্ঘ মেয়াদী ডোমেন নিবন্ধকদের থেকে আলাদাভাবে ডোমেন কিনতে পারেন ।তারপরে আপনার হোস্টিং সার্ভারগুলিতে ইশারা করে নেমসার্ভারগুলি পরিবর্তন করুন। এইভাবে, আপনার ডোমেন নামের প্রতি আপনার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে এবং এমনকি আপনার হোস্টিংয়ের মেয়াদ শেষ হলেও ডোমেন নামটি আপনার কাছেই থাকবে।

ব্লুহোস্ট উদাহরণটি ধরুন। এক বছর পরে আপনাকে ফ্রি .কম ডোমেনের জন্য চার্জ নেওয়া হবে। 15.99 এবং ডোমেনটির গোপনীয়তা 11.88 ডলার হবে। গোপনীয়তা বিকল্পের সাথে নিখরচায় ডোমেনটি পুনর্নবীকরণ করতে আপনাকে প্রায় 29.87 ডলার দিতে হবে।

আপনি যদি কোনও GoDaddy .com ডোমেইন কিনে থাকেন তবে গণনাটি এমন হবে। গোডাড্ডিতে ডোমেনের প্রথম বছরের আসল দাম .৯৯ বাকী, যা বাকি বছরগুলিতে। 14.99 থেকে নবায়নযোগ্য। এটি একটি ব্লুহোস্ট পুনর্নবীকরণের ব্যয়ের চেয়ে 1 টিরও কম

ডোমেন গোপনীয়তা প্রতি বছর 99.99 এর তুলনায় সস্তা, তবে ব্লুহোস্ট .৮৮। হোস্টিং সংস্থাগুলির সাথে নিখরচায় ডোমেন নিবন্ধকরণ করার কথা চিন্তা করার আগে আপনার গণিতটি করুন।

 

সাইটের গতি

তুমি যা দিলে তা তুমি পাও। ব্লগারদের একটি শখ হোস্টিং সার্ভারগুলিতে কম অর্থ প্রদান করে এবং গতির উন্নতি করতে বেশি ব্যয় করে। সার্ভার প্রতিক্রিয়া সময় দেখতে অনেক সরঞ্জাম আছে। গুগল পেজস্পিড অন্তর্দৃষ্টি ব্যবহার করা এবং সস্তা প্ল্যাটফর্মগুলিতে হোস্ট করা সাইটগুলির জন্য সার্ভারের প্রতিক্রিয়া সময় সর্বাধিক অগ্রাধিকারের বিষয় হবে।

 

আপনার প্রত্যাশা ঠিক সেট করুন! হোস্টগেটর বা সাইটগ্রাউন্ড থেকে ভাগ করে নেওয়া হোস্টিং পরিকল্পনাগুলি বেছে নেওয়া এবং 95/100 এর গতির রেটিং আশা করা বোকামি  যদি আপনার সাইটে 10 পৃষ্ঠাগুলি থাকে তবে তা অবশ্যই কাজ করবে। সাবস্ক্রিপশন, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, সাইট ক্রিয়েটর, সম্পর্কিত পোস্ট, স্লাইডার ইত্যাদির মতো জটিল প্লাগইনগুলির সাথে দ্রুত বাড়ছে এমন জটিল সাইটগুলির দ্রুত লোডিংয়ের জন্য পর্যাপ্ত সার্ভার রিসোর্স প্রয়োজন

 

আবার প্রতিটি সাইটই আলাদা  অতএব, কেবলমাত্র সর্বনিম্ন পৃষ্ঠাগুলি সহ সতেরটি বিষয়ভিত্তিক পর্যালোচনাগুলির দিকে তাকান না। আসলে, আপনি যদি কোনও নতুন সাইট শুরু করেন তবে এটি দ্রুত বাড়বে এবং প্রচুর ট্র্যাফিক আকর্ষণ করবে (উভয় মানব এবং বোট) ভিজিটের সংখ্যার ভিত্তিতে । সুতরাং আরও অর্থ প্রদান করুন এবং আরও ভাল মানের পান।

হোস্টিং ফিচার-

 

হোস্টিং  কার্যকারিতা একবার দেখুন, এটি আপনার দায়িত্ব এবং কর্তব্য ।  কারণ আপনি কোনও ওয়েবসাইট সেট আপ করার জন্য যে হোস্টিংটি কিনেছেন তাতে আপনার হোস্টিং সার্ভার আছে কিনা তা আপনার জানা দরকার যে তাতে  সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। যদি আপনার হোস্টিং সার্ভারে আপনার প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি না থাকে তবে এই হোস্টিংটি আপনার পক্ষে কোনও মূল্য নয়।

 

একটি হোস্টিং ফাংশনটি সন্ধান করার জন্য এখানে কিছু জিনিস রয়েছে:

 

আপনি কত ওয়েব হোস্টিং গ্রহণ করছেন?

আপনি কত ব্যান্ডউইথ দিচ্ছেন

কত মাসে ট্রাফিক পরিচালনা করা যায়

আপনি যদি আপনার কোম্পানির ইমেল ব্যবহার করতে পারেন

যদি কোনও ইমেল ফরোয়ার্ডিং সিস্টেম থাকে

আপনি আপনার সিপ্যানেলে কতগুলি ডোমেন যুক্ত করতে পারেন?

আপনি কয়টি সাবডোমেন যুক্ত করতে পারেন?

যদি ডোমেন পার্কিং উপলব্ধ

যদি ডোমেন ফরোয়ার্ডিং বিকল্প থাকে

আপনি কত ব্যাকআপ রাখতে পারেন

আপনি কতগুলি ডাটাবেস তৈরি করতে পারেন, ইত্যাদি

 

 

যদি ভাল মানের শেয়ার্ড হোস্টিং নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ফিচারস গুলো পাবেন সে ফিচারগুলো স্বাভাবিকভাবে এ রকম থাকে যেমনঃ

          ১০০% আপটাইম

          আনলিমিটেড ডিস্ক স্পেস

          আনলিমিটেড ব্যান্ডওয়াইডথ

          আনলিমিটেড ইমেইল একাউন্ট

          আনলিমিটেড এডন ডোমেইন

          আনলিমিটেড সাব ডোমেইন

          আনলিমিটেড ডেটাবেস

          আনলিমিটেড এফটিপি একাউন্ট

          ফ্রি এস এস এল

          ডেইলি বা উইকলে ব্যাকআপ

          ফ্রি cPanel

 

 

একটা ডেডিকেটেড হোস্টিং এর যে যে ফিচারস গুলো থাকেঃ

          Intel Xeon Quad Core 2.5GHz (8 threads) : ৮ কোরের প্রসেসর ২.৫ গিগাহার্জ ক্লক রেট।

          500 Mbps Uplink : ৫০০ মেগাবিট ডেটা সেকেন্ডে ট্রান্সফার করতে পারবে।

          8 GB Ram : RAM ৮ জিবি

          1,000 GB RAID-1 Drives : ১০০০ জিবি হার্ডডিস্ক RAID 1 প্রটেকশন

          20 TB Bandwidth : ২০ টেরাবাইট অর্থ্যাৎ ২০,০০০ জিবি মাসিক ব্যান্ডওয়াইডথ (বা এই পরিমান ডেটা ট্রান্সফার করতে পারবেন)

          4 Dedicated IPs : ৪ টা ডেডিকেটেড আইপি

          WHM, cPanel ফ্রি পাবেন,

          আনলিমিটেড ডেটাবেস তৈরী করতে পারবেন

          এবং আরো অনেক সুবিধা পাবেন।

 

উপসংহারঃ আপনি হোস্টিং কেনার আগে কোন বিষয় গুলো মাথায় রাখবেন সেটি আপনাকে জানালাম। কিন্তু তার পরেও আপনি আপনার ওয়েব সাইটের হোস্টিং কেরার জন্য আরো অনুসন্ধান করে দেখতে পারেন, তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো সুবিধা সম্পন্ন হতে পারে। তাই  আপনার ওয়েবসাইট হোস্টিং এর জন্য কিছু সময় নিন। কো পাতা ফাদে পা দিবেন না , কেননা ফ্রি জিনিস বেশি সুবিধার হয়না, এই জন্য ফ্রিতে লোভী হবেন না।

আমার কথাঃ আমি আমার মতো করে আপনাকে এই তথ্য গুলো জানালাম , কিন্তু আপনি ও আপনার মতো জানার চেস্টা করুন তাহলে আপনি একটি ভালো কিছু আশা করতে পারবেন। আর আমার এই পোস্টে এক্যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে বাজে কিছু মন্তব্য করবেন না।

আমি চাই আপনিও আমার সাথে সাথে কিছু জানতে পারেন। এটাই আমার উদ্দেশ্য।

ধন্যবাদ।


আরো পড়ুন 


Cloud Hosting কি? কেনো  Cloud Hosting ব্যবহার করবেন।

Hello, my name is Md. Al-Amin Hossain, I am a student, Honors from National University. But my only desire is to do something for others, to learn something for myself, and to give it to others. So I opened this blog site for myself and to help others (Agragāmī). The sole purpose of this site is to help others. One thing is for sure, not everything can be done on its own, so I did as much research as I could in Chester and reorganized it as my own. Maybe I collaborated on someone's post in the middle of my research, but like you, I have the same purpose of teaching others. So if you don't find me wrong, I will try to teach you something with your help, InshaAllah.

0 Comments: