ব্লগ মানে কি ? অনলাইনে ব্লগ থেকে কিভাবে ইনকাম করবেন ?
ব্লগ মানে কি ? অনলাইনে ব্লগ থেকে কিভাবে ইনকাম করবেন ?
হাই বন্ধুরা
কেমন আছো সবাই , আশা করি সবাই ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা
করবো তা হলো ব্লগ মানে কি ? অনলাইনে ব্লগ থেকে
কিভাবে ইনকাম করা যাই ।
যদিও আপনি
হয়তো ইটাই খুজচ্ছিলেন, তাই এই টাইটেল দেখে এই পোস্টে এসেছেন।আপনি যখন এই পোস্টে এসেছেন
, আপনি নিরাশ হয়ে যাবেন না আমি মনে করি ।
আমি আপনাদের
সাথে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো “ব্লগ”
। ব্লগ কি এবং ব্লগ থেকে কিভাবে অনলাইন হতে
ইনকাম করা যাই।
আমার নিশ্চয়
ভুল হবে না , যে আপনি ব্লগ এর কথা এর আগে কখনো শুনেন্নি।আপনি হয়তো যেকোনো ভাবে ,ইন্টারনেট
বা অন্য কারো কাছ থেকে হয়তো অবশ্যই শুনেছেন।
কিন্তু আপনি
হয়তো জানেন না ব্লগ আসলে এর মানে টা কি, এই ব্লগ দিয়ে কিভাবে অনলাইন বা ইন্টারনেট হতে
ইনকাম করা যাই।
আপনার কোনো
চিন্তা নেই , আমি আজ সেই পোস্ট নিয়েই হাজির হয়েছি। ব্লগ কি ? এবং কিভাবে অনলাইন হতে ব্লগ এর মাধ্যমে ইঙ্কাম করা যাই।তা আপনাকে
আজ আমি ভালভাবে জানিয়ে দেবো।
তাহলে চলুন জেনে নেয়া
যাক ব্লগ মানে কি ?
ব্লগ হলো
এমন একটা Tecnology , যে এই টেকনোলজির মাধ্যমে
অনলাইন হতে আপনি কিছু শেখার পাশাপাশি নানা ভাবে অনলাইন হতে ইঙ্কম কোরতে পারবেন।আবার
অনেকের জন্য ব্লগ হলো ইন্টারনেট হতে কিছু শেখার মাধ্যম।
এককথায় বলতে গেলে বোঝায়, আপনি ইন্টারনেট থেকে সার্চ করে goole
এর সাহায্যে আপনি এই পোস্টে এসেছেন , এবং এই
আমার লেখা পোস্টটি পড়ছেন এটাই হলো ব্লগ। আপনি যখন কোন পোস্টে যেয়ে কারো লেখা পড়েন সেটাই
হলো ব্লগ।
তাহলে ব্লগ
কি , এটা নিশ্চয় বুঝতে পেরেছেন আশা করি।
ব্লগ হতে আয় করার উপায় কি ?
আপনি যদি
ব্লগ থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে একটা
কথা জানতে হবে তা হলো ব্লগের প্রতি আপনার পূরোপরি জ্ঞান বা ধারনা থাকতে হবে।
এখানে পুরোপরি
জ্ঞান বলতে বোঝানো হয়েছে, ব্লগ বলতে কি বোঝায়,
ব্লগ কিভাবে বানাতে হয়, ব্লগ আসলেই কেমন জিনিস, ব্লগ হতে কোন মাধ্যমে অনলাইন হতে টাকা
উপার্জন কয়া যায়। এই সকল ধারনা গুলো আপনাকে অবশ্যই জানতে হবে।
চিন্তা করবেন
না, আমি আপনাকে এই পোস্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দিবো, কিভাবে আপনি একটি ফ্রিতে ব্লগ বানিয়ে অনলাই হতে খুব সহজেই ভালো পরিমান টাকা উপার্জন করতে
হয় ।
তাহলে চলুন, কিন্তু হ্যা । ব্লগ কি আর কিভাবে ব্লগ
বানাবেন, আর Blogging করে অনলাইন হতে কিভাবে
ইনকাম করবেন তা বলার আগে এই বিষয়টি আপনাকে জানাতে চাই , তাহলো আজ বিশ্বের অনেক লোক
Blogging কে তার নিজের Career হিসাবে নিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন আমাদের পাশের
দেশ গুলোর কথা , India,Pakistan, Chaina,
Us এবং দেশের বিভিন্ন লোকেরা আর Blogging
পেশায় নিয়োজিত আছেন। তারা পার্ট টাইম বলেন আর ফুল টাইম বলেন এটাকে তারা পেশা হিসাবে বেছে নিয়েছেন।
আর এটাই সত্ত্যি
যে, তারা আজ blogging করে অনলাইন হতে বিভিন্ন
মাধ্যেমে অনেক টাকা আয় করেছেন।এমন কি তারা আজ তাদের blogging পেশাকে কাজে লাগিয়ে আজ অফিস পর্যন্ত চালাচ্ছেন।
আপনি আর একটু
যদি Research করে দেখেন তাহলে বুঝতে পারবেন
যে , আজ কতো পরিমান লোক ব্লগিং করে কতো পরিমানে টাকা ইঙ্কাম করেছেন। আমাদের দেশে বহু
পরিমান লোক আছেন যারা আজ তাদের পেশাকেও এই পেশাতে নিয়োজিত করেছেন।আজ তারাও ঠিক তেমন
পরিমান ইঙ্কাম করছেন যা আপনার কল্পনার বাইরে ।
ব্লগ কিভাবে বানাতে হয় ?
ব্লগ কিভাবে
বানাতে হয়, আর ব্লগ বানাতে কি কি প্রয়োজন হয় , এবং নিজের ব্লগ হতে কিভাবে অনলাইন এর
মাধ্যমে আয় করবেন । তা আপনাকে পুরোটাই ডিটেলস এ জানাবো।
কিন্তু সব
থেকে বড় কথা হলো , আপনার Hard Work আপনার নিজের
ব্লগ বানানোর পর যদি আপনি কোনো পরিশ্রম না করেন তাহলে কিন্তু কোনো সফলতাই পাবেন না,
এই জন্য আপনার ব্লগে ধর্য ধরে পরিশ্রমের সাথে এগিয়ে যেত্বে হবে । তাহলে আপনি আপনার
বানানো ব্লগ থেকে ইঙ্কাম করতে পারবেন।
Finaly, যদি আপনার ব্লগে কঠোর পরিশ্রম করেন , তাহলে আপনার
ব্লগ হতে যে এতো পরিমান ইঙ্কাম করতে পারবেন যে আপনার job বা কোনো
চাকরির পিছনে আপনাকে দৌড়াতে হবে না । এটাকে তখন আপনি আপনার business হিসাবে গড়ে তুলতে পারবেন। এটাই তখন হবে আপনার full time চাকরি, বা পেশা।
ব্লগ কেমন ? আর কি কি লাগে ব্লগ বানাতে ?
সহজ আর সোজা ভাষায় বলতে
গেলে , ব্লগ হলো
আপনার একটা ডাইরির মতো, আর ব্লগ হলো এমন একটা ডাইরি , যেখানে আপনি আপনার নিজের মতো
করে , আপনার মন খুশি যা ইচ্ছে তাই লিখতে পারবেন। এখানে আপনার মন খুশি বলতে বোঝানো হয়েছে
, আপনি যদি কবিতা লিখতে ভালোবাসেন তাহলে আপনি এই ব্লগে কবিতা লিখতে পারেন,
আপনি যদি
গল্প লিখতে ভালোবাসেন তাহলে গল্প লিখবেন, আপনি যদি আর্টিকেল লিখতে ভালোবাসেন তাহলে
সেটা লিখবেন। এক কথাই বলতে গেলে আপনার মন যা চাইবে তাই লিখবেন। কেউ আবার Health সম্পর্কে
ভালো যানে, রান্না সম্পর্কে ভালো যানেন, এমন করে আপনি, কবিতা, গল্প, টিউটোরিয়াল, শায়েরি,
পত্রিকা, এবং বিভিন্ন ধরনের Tips লিখতে পারেন আপনার এই ব্লগে ।
আপনি শুধু
এই টুকু খেয়াল রাখবেন যে , আপনি যা লিখছেন সেটা যেনো সঠিক আর ভালো ভাবে পরিষ্কার থাকে,
এবং আপনার লেখার মান যেনো ভালো হয়।
তার কারন হলোঃ আপনি যখন আপনার Parsonal ডায়েরি লেখেন সেটা কাউকে দেখাণ ণা , কিন্তু আপনি
যখন ব্লগে কিছু লিখবেন সেটা আজ না হলেও কাল মানুষ এটা দেখবে বা পড়বে। এই জন্য আপনি
যেটা লিখবেন সেটা যদি ভালো মানের না হয় তাহলে কেউ সেটা পড়তে চাইবে না ।
আর কেউ যদি
এটা পছন্দ না করে তাহবে আপনি আপনার ব্লগে কখনো সফলতা পাবেন না। তাই আপনি যা লিখবেন
সেটা যেনো খুব ভালো আর মান সম্মত হয়। তাহলে আপনি সফলতা পাবেন।
আপনি হয়তো
ভাবছেন আপনি এটা লিখবেন কোথায়। আর লিখতে কি কি জিনিস লাগবে।
আপনি যখন
আপনার পার্সোনাল ডাইরি লেখেন তখন সেটা কাগজ আর কলমের মধ্যো সিমাবদ্ধ থাকে ।
কিন্তু ব্লগ
লেখার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে আর সে গুলো হলোঃ (১) কোম্পিউটার বা ল্যাপ্টপ, আর (২) হলো ইন্টারনেট কালেকশন। এবং সে বিষয়ের
উপর আর্টিকেল লিখবেন তার উপর পুরোপরি জ্ঞান।
এই গুলো যদি
আপনার কাছে থাকে তাহলে ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট বা প্লার্টফর্ম আছে যারা আপনাকে
একটি সম্পুর্ন ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি
করতে দেবে , এই সুবিধা রেখেছে এমন কয়েকটি সাইট ।
আরো একটা
কথা, আপনি হয়তো ভাবছেন যে আমার কাছে তো কম্পিউটার বা ল্যাপটপ কোনটিই নেই তাহলে আমি
কি একটি ব্লগ সাইট বানাতে পারবো না। আমার কথা হলো আপনি অবশ্যই পারবেন এর জন্য আপনার
কাছে একটি Android ফোন থাকতে হবে । তাহলে আপনি আপনার ফোন দিয়ে এটি করতে
পারবেন।
এখন আপনি
হয়তো এটাও ভাবছেন যে, আমি তো একটা আর্টিকেল লিখলাম এখন এই আর্টিকেল পড়তে আসবে কারা
, আর কিভাবে তারা আমার লেখা আর্টিকেল খুজে পাবে ।
কিন্তু আপনি
কি জানেন সব থেকে বড় কথা হলো ব্লগে মানুষ বা Traffic
নিয়ে আসা । আপনার বানানো ব্লগে যদি Visitor
না থাকে তাহলে তো কোনো লাভ হবে না।
এখন আপনি হয়তো এটা চিন্তা করছেন এটা আমি করতে পারবো
কিভাবে। হতাস হবেন না এটাও আমি আপনাকে বুঝিয়ে দেবো। তার জন্য আপনাকে আপনার ব্লগে Marketing
করতে হবে, SEO করতে হবে। আরো অনেক কিছু সে
গুলো পরের আর্টিকেলে বোঝাবো।
আপনার প্রশ্নের
উত্তর হলো , আপনার ব্লগে visitor আসবে হচ্ছে , google সার্চ ইঞ্জিন, yahoo সার্চ, Social
Media এবং অন্যান্য ব্লগ থেকে ।
আমি এটিও
আপনাকে পরে বোঝাবো যে কিভাবে গুগোল সার্চ , সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে হাজার হাজার visitor আপনি আপনার ব্লগে কিভাবে আনবেন।
এখন খালি
এই টুকু বলে রাখি আপনাকে online হতে আয় করতে হলে আপনার লেখা ব্লগে প্রচুর পরিমানে
visitor আনতে হবে । তাহলে আপনি আপনার ব্লগ থেকে ভালো পরিমানে
ইনকাম করতে পারবেন । এবং আপনার ব্লগে সফলতা পাবেন।
আপনি হয়তো
এখন এটা ভাবতে শুরু করেছেন traffic বা visitor কি টাকা দিয়ে আনতে হয়। আমার কথা হলো অবশ্যই না আবার
হ্যা। হ্যা – না এটা কেনো , আপনি আপনার ব্লগে paid ট্রাফিক ও আনতে পারেন আবার free traffic ও আনতে পারেন। paid traffic এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে , আর ফ্রি এর জন্য
তো ফ্রিই। এতে কোনো টাকা লাগবে না ।
ফ্রি ট্রাফিক
কেবল google এবং yahoo
সার্চ আর Social
Media থেকে পাবেন।
আশা করি উপরের
সব গুলোই আপনি বুঝতে পেরেছেন যে ব্লগ মানে কি ? ব্লগ কেমন হয় , ব্লগ বানাতে কি কি দরকার
হয় । এবং ব্লগে সফলা পাওয়ার জন্য কি কি করতে হবে ।
এবার চলেন দেখা যাক কিভাবে ফ্রিতে একটি
ব্লগ সাইট বানানো যাবে।
কিভাবে ফ্রিতে ব্লগ সাইট বানানো যাবে ?
আপনি কি জানেন ? এই পর্যন্ত ইন্টারনেটের দুনিয়াতে
ব্লগ সাইট বানানোর জন্য অনেক ধরনের উপাই রয়েছে । কিন্তু মানুষ সাধারনত বেশির ভাগ দুইটা
উপায় বেশি ব্যবহার করে থাকে । এই দুটই এখন পর্যন্ত বেশি ব্যবহ্রত হয়ে থাকে তা হলো ।
1.
Self
Hosted Wordpress Blog
2.
Free
Blogger Blog
সেলফ হোস্টেড ওয়ার্ড প্রেস ব্লগে, আপনাকে কিছু পরিমানে টাকা খরচ করতে
হতে পারে। কেননা এই মাধ্যমে ফ্রি করার সুবিধা খুব কম রয়েছে । তাই এই বিষয়ে আমি আপনাকে
অন্য পোস্টে যানাবো।
কারন আমরা
আলোচনা করবো ফ্রি ব্লগ কিভাবে বানানো যাই
এই বিষয় নিয়ে। যে ব্লগ বানাত আপনাকে কোনো টাকা খরচ না করলেও হবে, আপনি এটি ফ্রিতে ব্যবহার
করতে পারবেন। একেবারে ফ্রিতে আপনি একটা ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন আপনার নিজের জন্য
।
ব্লগারে ফ্রি ব্লগ বানানো জন্য আপনার
যা লাগবে তা হলো
, একটা Gmail Account । আর কিভাবে
gmail account বানাতে হয় তা আপনাকে আমি তাও শেখাবো যদি
আপনি না পারেন তাহলে ।
ব্লগার হলো
গুগ্লের একটা product বা service তাই আপনাকে ব্লগারে ব্লগ বানাতে হলে আপনাকে blogger.com
এ যেতে হবে , যা গুগোলের প্রডাক্ট ।
তাই ব্লগার
এ আপনাকে ব্লগ বানাতে হলে আপনাকে অবশ্যয় যেটা দরকার হবে তা হলো একটি Gmail ID এবং
তার Password ।
আশা করি আপনার
অবশ্যয় একটা Gmail Account রয়েছে। আর যদি তা
না থাকে তাহলে আপনি একটা Gmail ID খুব সহজেই বানিয়ে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই।
এখন চলেন কিভাবে ব্লগারে ব্লগ বানাবেনঃ
আপনি প্রথমে
গুগোল থেকে ব্লগার ডট কম সাইট টাতে যাবেন । এবং প্রথম পেজ টাতে দেখবেন Create A blog বলে লেখা আছে। এর পর আপনি লিংকটাতে
ক্লিক করে আপনার Gmail ID আর Password দিয়ে Login করবেন।
Login করার
পরে আপনি Blogger Set up page দেখতে পাবেন।
এর পরে আপনি setup page থেকে “ create a
google plus account “ এ ক্লিক করবেন । এর পর google plus account বানানোর পরে
“ continue to blogger “ লিংক এ ক্লিক
করবেন ।
তারপরে আপনি
আপনার নিজের ব্লগার Dashbord দেখতে পাবেন।
Blogger
dashboard এ login হয়ার পরে “create a blog “ লিংক দেখতে পাবেন । যেখানে ক্লিক করে
আপনি আপনার ব্লগ বানাতে পারবেন ।
আশা করি আমি আপনাকে উপরিউক্ত
বিষয় গুলোর মধ্যো দিয়ে ব্লগ কাকে বলে, ব্লগ কি? ব্লগ দেখতে কেমন হয় । এবং কি উপায়ে
ব্লগ বানানো যাই সে গুলো বোঝাতে পেরেছি। এবং ব্লগের উপরে কিছুটা ধারনা দিতে পেরেছি।
এখন চলেন দেখা যাক কিভাবে ব্লগ থেকে
কিভাবে আয় করা যাইঃ
এতোক্ষন আমরা
ব্লগের সকল বিষয় গুলো নিয়ে জানলাম , এবার তো জানতে হবে কিভাবে আমরা এই থেকে আয় করতে
পারবো, তা না হলে আমাদের ব্লগ বানিয়ে কি লাভ হবে, আমাদের এক মাত্র লক্ষ্যি তো হলো অনলাইন
থেকে টাকা উপার্জন করা।
কিভাবে আপনি ব্লগ থেকে আয় করবেন ? ঃ
আজ বিশ্বের
অনেক মানুষ ব্লগ থেকে আয় করছেন। তারা কিন্তু কেউ বসে থাকছেন না , এই জন্য আমাদের কেউ
এমন টাই করতে হবে ।
আজ বিশ্বের
লোকেরা যা আয় করছেন তার ভিতর সব থেকে ভালো উপাই আর মাধ্যম হলো ৩ টি। বেশির ভাগ লোকেরাই
এই ৩টি উপায়ে বেশি ইনকাম করছেন।
ব্লগ থেকে আয় করা সেরা ৩ টি উপায় হলোঃ
- 1. Google Adsense,
- 2 Affiliate Marketing
- 3.
Product
Promotion
আজ বিশ্বের
মানুষেরা এই ৩ টি উপায়ে তারা তাদের নিজের ব্লগ দিয়ে হাজার হাজার টাকা উপার্জন করছেন
।
আজ আর এই
পোস্টে না ,এর পরের পোস্টে আমি আপনাদেরকে জানাবো এই তিনটি উপায় ছাড়া আরো কয়েকটি উপায়
আয় করা যাই , আমি তা আপনাকে বোঝাবো ।
আমার শেষ কথাঃ জানিনা আপনি যেটা জানতে চেয়েছিলেন
সে আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা । তার পরের আমি আমার মতো করে আমার জ্ঞান দিয়ে আপনাকে
বোঝানোর চেস্টা করেছি । তার পরে ও যদি আপনার বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি
আবশ্যই আমাকে জানাবেন , আর যদি আমার এই পোস্ট আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
সেটাও জানাবেন , তাহলে আমি আরো ভালো ভালো পোস্ট দিতে উতসাহিত হবো।
তবে আমি আশা
করি , ব্লগ কি, এবং কি উপায়ে ইনকাম করতে হয় তা বোঝাতে পেরেছি। এবং ব্লগ সম্পর্কে ধারনা
দিতে পেরেছি ।
কিন্তু হ্যা আরো একটা কথা , আমার এই পোস্টের ভিতরে যদি কোনো বানানের
ভুল বা অন্য কোণো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর ভাবে দেখবেন।
আর এই পোস্টটা
শেয়ার করতে ভুলবেন না, আপনার সাথে সাথে আপনার বন্ধুদেরকেউ জানার সুযোগ করে দিন ।
তাহলে এই
পোস্ট থেকে বিদায় জানালাম , অন্য পোস্টে আবার অন্য কিছু জানাবো ।
ধন্যবাদ বন্ধুরা ।

0 Comments: