প্রেমের গল্প
ভালোবাসার গল্প
ভালোবাসার গল্প-Love story
সত্য ঘটনা অবলম্বনেঃ প্রেমের গল্প

বিয়ের ৪ দিনের মাথায় ই একজন মেয়ের পেটে সন্তান আসাটা খুব স্বাভাবিক ছিল না। পারিবারিক ভাবেই আমার বিয়েটা হয়েছিল কিন্তু এটা কি!!! বিয়ের মাত্র ৪ দিন হয়েছে তার মধ্যেই আমার শাবরীরিক পরিবর্তন। এটা কোনো লুকানোর মতো ছিল না যে আমি লুকিয়ে রাখবো বাসায় সবাই ই দেখতে পাচ্ছে। ৪ দিনের মধ্যে শুধুমাত্র ১ দিন আমি আমার স্বামীর সাথে সহবাস করেছিলাম আর বাকি ৩ দিন এসবের কোনো নাম ই ছিল না কিন্তু তাহলে এরকম কেন হচ্ছে!
পরিবারের সবাই বলল শরীরের দূর্বলতা থেকে বমি হয় মাথা ব্যাথা হয় অন্য কিছু না কিন্তু সবার কথার অবাধ্য হয়ে আমার স্বামী আমায় বিয়ের ১ সপ্তাহ পরেই চেকাপ করাতে নিয়ে গেল এক প্রকার জোর করেই কিন্তু রিপোর্টে আসল আমি মা হতে যাচ্ছি। আমার হাজবেন্ড সেখানেই আমাকে দেয়ালের সাথে কপাল ধাক্কাচ্ছে। আমি হাজার বার বলেছি আমি কোনো অন্যায়ের সাথে আগেও ছিলাম না আর এখনো নেই এতে আমার কোনো দোষ নেই আমি জানি না আমার সাথে এসব কেন হচ্ছে কি করে হচ্ছে।
অনেক মারার পর আমায় নিয়ে গেল বাসায়। সবাইকে সে বিষয়টা আড়াল করল আমায় কিচ্ছু বলতে দিল না। কিন্তু আমি চেয়েছিলাম এখনি সব বলে দিতে কারন একদিন আগে আর পরে বিষয় টা সামনে আসবেই। কিন্তু সে চুপিচুপি আমায় অনেক মারতো রাতে শুতে গেলেও আমায় জোর করে তার চাহিদা মিটাতো কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য না।
কিন্তু খুব অবাক করার মতো বিষয় আমার সাথে ঘটতো,,,,আমার হাজবেন্ড বলতো সে আমার সাথে কিছুক্ষনের জন্য মেলামেশা করে ঘুমিয়ে যেতো কিন্তু আমার মনে হতো সারা রাত ই আমার সাথে এসব চলতো। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমি খাটের নিচে একদম প্রত্যেকটা দিন। এভাবে বেশ কিছু দিন যাওয়ার পর আমার শারীরিক অবস্থা আরো বেশি অবনতি হচ্ছে। এইদিকে রাতের ভয় অন্য দিকে শশুড় বাড়িতে এরকম একটা বিষয় লুকিয়েছি সব কিছু মিলিয়ে আমার ঠিক সেই জীবনটায় মনে হচ্ছিলো আমি অন্ধকারে চলে গিয়েছিলাম। শুধু রাতেই না দিনে যখন একটু ফ্রি হয়ে ঘুমাতাম তখন ও মনে হতো আমার সাথে কেউ বৈধভাবে সহবাস করতেছে আমার নিজ ইচ্ছেতে।
আমার স্বামী এসব বিশ্বাস করতো না বললে হয় থাপ্পড় দিতো না হয় চরিত্রহীন বলে এড়িয়ে যেতো। তারপর একদিন আমার হাজবেন্ড সিদ্ধান্ত নিল যে আমায় এবরশান করতে নিয়ে যাবে আমি আর নিষেধ করতে পারছিলাম না কারন এমনিতেই অনেক মাইর খাই তার উপরে যদি বলি আমি এটা করব না তাহলে হয়তো আমায় আস্ত রাখবে না। যেদিন রাতে দুজন মিলে ডিসিশান নিলাম সেদিন রাতেই স্বপ্নে দেখলাম এক বাচ্চার লাশ কবরে নেয়া হচ্ছে চিৎকার দিয়ে বসে পরলাম বিছানায় আর চাদরের দিকে তাকিয়ে দেখলাম বিছানার পিরিয়ডের রক্তের মতো ছোপ ছোপ দাগ লেগে আছে।
চলবে,,,
সত্য ঘটনা অবলম্বনে
পর্ব ২
লেখা- Ibnitha Erin (শারমিন)
চাদরে পিরিয়ডের মতো লাল ছোপ ছোপ দাগ দেখে আমি ভয়ে আরো চিৎকার দিয়ে উঠলাম। আমার হাজবেন্ড আমার দিকে তাকিয়ে দেখে এই অবস্থা যদিও আগে সে এসব বিশ্বাস করতো না কিন্তু সেদিন রাতে আমার অবস্থা দেখে সে ও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল।পরে সেদিন আর এসব বিষয়ে ভয় পেয়ে ডা. এর কাছে যাওয়া হলো না। কিন্তু আমি সারাদিন এটাই ভাবলাম যদি আমার পেটে বেবি থাকে তাহলে পিরিয়ড কেন হবে আমার। কি অদ্ভুতুড়ে ব্যাপার ঘটছে আমার সাথে। সারাটাদিন ভালো কাটলেও রাত আসলেই আমার নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হতো। সেদিন ও অন্য রাতের চেয়ে ব্যাতীক্রম কিছু ঘটে নি একই অবস্থা হচ্ছিলো মনে হয় কেউ একজন আমার সাথে বাজে কিছু করছে তার ঠিক ১ ঘন্টা পরই আমার পেট ফুলে ঠিক ৫-৬ মাসের বাচ্চার মতো হয়ে গেছে। আর আমার ঠিক কি হয়েছিল আমি জানি না আমি নিজের পেটেই ঔষধের বোতল দিয়ে ইচ্ছে মতো আঘাত করতেছি। রাত ১২ টার পরেও আমার শাশুড়ি এই অবস্থা দেখে তিনি এক বড় এলেম আনলেন আমাকে জপ নেয়ার জন্য। কিন্তু এলেমের আমাদের বাড়িতে পা পরা মাত্রই আমার অবস্থা একদম স্বাভাবিক হয়ে যায়। তখন ব্যাপার টা সবাই ই বুঝতে পেরে গিয়েছিল যে হয়তো কোনো বদ জ্বীন দূর থেকে আশ্রয় করে। উনি কিছু তেল আর পানি পড়ে দিয়ে আমার শাশুড়ির কাছে দিয়ে গেছেন। যেইমাত্র এলেম চলে গেল ঠিক সে মুহূর্তেই আবার পাগলামি শুরু হলো আমি আমার হাজবেন্ডকে মারতে আসছি আরেকবার শাশুড়িকে। তখন তারা আমায় একটা রুমের মধ্যে একা বন্ধ করে দিয়ে চলে গেল সেদিন রাত টা আমার ঠিক কিভাবে কেটেছিল আমি আদৌ জানি না।
সকাল বেলা আমার আম্মু আব্বুকে ফোন করে সব ঘটনা বলা হয় এবং আমাকে পাঠিয়ে দেয়া হয়। সেখানে গিয়েও একই অবস্থা। তবে ১২ দিন পর জানতে পারলাম বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে হলো সেটাও বলতে পারবো না। আমার বাবার বাড়িতে গিয়েই হয়তো আমার আরো বিশাল ক্ষতিটা হয়েছিল। এইদিকে তার ২ দিন পরেই আমার হাজবেন্ড ডিভোর্সের কথা বলল। রাত ১১:৫৬ এ আমি একা একা ই বাহিরে গেলাম সেই থেকে আমি প্রায় ৭ টা বছর বাড়িতে ছিলাম না।
উঠানে পা দেয়া মাত্রই আমার কাছে মনে হচ্ছিলো প্রচন্ড বাতাস আর সেই বাতাসের সাথেই আমি উড়ে যাচ্ছিলাম। দীর্ঘ ৭ বছর আমি কোনো এক বদ জ্বীনের কাছে ছিলাম আর সেটার ও কারন আছে।
চলবে??
নেক্সট পাট মিস করতে না চাইলে আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে এড হোন ধন্যবাদ
সত্য ঘটনা অবলম্বনে
লেখা- Ibnitha Erin (শারমিন)
নেক্সট পাট মিস করতে না চাইলে
আমাদের সাথেই থাকুন,,,,,
ধন্যবাদ

0 Comments: