Bangla Sms
Love sms
এস এম এস
ভালোবাসার এস এম এস
রোমান্টিক এস এম এস
বাংলা রোমান্টিক ভালোবাসার এস এম এস ২০২১ / Bangla Romantic Love SMS 2021
বাংলা রোমান্টিক ভালোবাসার এস এম এস ২০২১
🔳বাংলা রোমান্টিক ভালোবাসার এস এম এস ২০২০ঃ ভালোবাসা প্রিয় প্রেমিকদের জন্য ২০২০ সালের বাছাই করা সব থেকে সুন্দর বাংলা রোমান্টিক ভালোবাসার এস এম এস,,
⚪⚪বাংলা এস এম এস, ভালোবাসার এস এম এস, রোমান্টিক এস এম এস, Bangla Sms, Love sms,
🔶🔶হাই, ভালোবাসা প্রিয় পাঠকরা,,,,
কেমন আছো সবাই,,,আশা করি সবাই ভালোই আছো,,!!!!! তা না হলে আজ এই পর্যন্ত খুজে আসতে হতো না,,,,🔷🔷
🔘কিন্তু হ্যা এটাই বলতে পারি যে,, আপনি অখুশি হয়ে ফিরে যাবেন না,, এখানে আপনাকে খুশি করার জন্য,
আমি আপনাদের জন্য খুজে বের করেছি অনেক সুন্দর সুন্দর সব ভালোবাসার এস এম এস,,,, যা আপনি আপনার ভালোবাসার মানুষের মাঝে শেয়ার করতে পারেন,,,যা আপনার ভালোবাসাকে আরো সুন্দর এক ভালোবাসার পথে নিয়ে যাবে,,
কেননা প্রতেকটি মানুষ চাই তার ভালোবাসার মানুষ কে সুন্দর সুন্দর এস এম এস পাঠাতে,,, তাই আপনাদের কথা মাথাই রেখে, আমি আপনাদের জন্য এই গুলো বাছাই করে রেখেছি শুধু মাত্র আপনার জন্য,,
তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি সেই সকল ভালোবাসার এস এম এস গুলো〰〰〰〰〰⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵
⚛ আর হ্যা এই পোস্টের বাংলা ভালোবাসার এস এম এস গুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে আপনার ভালোবাসার মানুষ সহ অনান্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন,,,এটা আপনাদের কাছে অনুরোধ ***
↪আরো পড়ুন▶▶ বাংলা বিরহের এস এম এস / বাংলা কষ্টের এস এম এস
♻♻বাংলা রোমান্টিক ভালবাসার এস এম এস ২০২০ / Bangla Romantic Love SMS 2020
👉👉বাংলা এস এম এসঃ 1⃣ নং
মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন ।..
স্বাপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ।..
একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ।
👉👉বাংলা এস এম এসঃ 2⃣ নং
কত ঝড় সহে মাটি যে পাথর হয়,,
সেই পাথর চিরে সুখের নদী বয়..
নদীটা দেখে সবাই পাথর দেখে না,,
যাকে মেনে ছিলাম জীবনের আয়না,,
তাকে দুরে রাখা যায়, ভুলে থাকা যায় না.
👉👉বাংলা এস এম এসঃ 3⃣ নং
হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে।
ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি।
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
👉👉বাংলা এস এম এসঃ 4⃣ নং
মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই,
কারন তোমাকে ভালবাসি বলে.
নীরবে নিজেও কষ্ট পাই.,
তোমাকে মিস করবো বলে.
তোমাকে যখন মিস করি,
তখন পৃথিবীকে এড়িয়ে চলি........
কারন তখন আমার সব..
অনুভূতি জুড়ে শুধুই তুমি.
👉👉বাংলা এস এম এসঃ 5⃣ নং
চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,
সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,
ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,
কিন্তু তোমাকে ভালবেসে যাবো আমার শেষ নিশ্বাস পর্যন্ত।
👉👉বাংলা এস এম এসঃ 6⃣ নং
লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে .
👉👉বাংলা এস এম এসঃ 7⃣ নং
জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর,
তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর,
আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা,
সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে,
তোমাকে পাওয়ার আশায়
👉👉বাংলা এস এম এসঃ 8⃣ নং
ভালোবাসার মন ফাগুনে,
তোমার জন্য সুর বুনেছি।
সুরের সাথে তাল সাজিয়ে,
ছোট্ট একটি গান লিখেছি।
গানের ভাষায়, মনের আশায়
তোমার একটা নাম রেখেছি।
নামের সাথে যতন করে,
তোমায় অনেক ভালোবেসেছি।
👉👉বাংলা এস এম এসঃ 9⃣ নং
হাসবে তুমি, দেখবো আমি
মুচকি মুচকি হেসে,
সুখের পথের পথিক হয়ে,
যাবো ভালোবেসে।
👉👉বাংলা এস এম এসঃ 1⃣0⃣ নং
কষ্ট যদি পাও গো তুমি,
খাতায় লিখে রেখো,
সুযোগ বুঝে আমায় তুমি,
ইচ্ছে মতন বোকো।
দুষ্ট মিষ্টি স্মৃতি নিয়ে
কাটাবো আমরণ,
তোমার মাঝেই হারাতে রাজি
ভেবে দেখো বিচক্ষণ।
👉👉বাংলা এস এম এসঃ 1⃣1⃣ নং
তুমি আমার রাতের আকাশের
উজ্জ্বল সুখতারা,
থাকবো দুজন খুশিতে এমন
হয়ে পাগলপাড়া।
👉👉বাংলা এস এম এসঃ 1⃣2⃣ নং
ভালোবাসার অপর নাম,
তোমার নামেই লিখে নিলাম,
মুক্ত আকাশের চিলেকোঠায়
স্বর্ণাক্ষরে গেঁথে দিলাম।
👉👉বাংলা এস এম এসঃ 1⃣3⃣ নং
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়..
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালোবাসা
👉👉বাংলা এস এম এসঃ 1⃣4⃣ নং
মন নেই ভালো, জানিনা কি হলো,
পাসে নেই তুমি, কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে ¡
👉👉বাংলা এস এম এসঃ 1⃣5⃣ নং
এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝি নি ।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায় নি ।
নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
👉👉বাংলা এস এম এসঃ 1⃣6⃣ নং
আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে ......
👉👉বাংলা এস এম এসঃ 1⃣7⃣ নং
যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে,
অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে.
মেঘেরই পালকিতে উড়ে উড়ে , পাখিরা যায় বহু দূরে.
আকাশটা থাকে পিছনে, স্বপ্নের নীল ভুবনে !
হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে !
👉👉বাংলা এস এম এসঃ 1⃣8⃣ নং
মন নেই ভালো, জানিনা কি হলো.
পাশে নেই তুমি, কি করি আমি !
পাখি যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভুবনে ……
👉👉বাংলা এস এম এসঃ 1⃣9⃣ নং
কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়,
কতটা পথ পাড়ি দিলে তোমার মন পাওয়া যায় .
পাবো কি পাবোনা জানিনা , তোমাকেতো বুঝিনা.
তবু তোমার প্রেমে আমি পড়েছি,
বেঁচে থেকেও যেন আমি মরেছি.
👉👉বাংলা এস এম এসঃ 2⃣0⃣ নং
তোমার সুভাষে পাগল আমার এই মন,
তাইতো বন্ধু তোমার পাশে থাকতে চাই সারাক্ষন.
নিবেকি বন্ধু কাছে টেনে আমায় ?
আমি অনন্তকাল ভালোবেসে যাবো তোমায় !!!!!
👉👉বাংলা এস এম এসঃ 2⃣1⃣ নং
মনের মাঝে শুধুই তুমি,
বাঁধানো সুখের বাগান,
সাজিয়ে গুছিয়ে রাখবো যে তা
রেখে বাজি নিজের প্রাণ।
👉👉বাংলা এস এম এসঃ 2⃣2⃣ নং
থেকো পাশে হাতটি ধরে,
মন পাঁজরে রেখো।
সারা জীবন আপন ভেবে,
আমার হয়ে থেকো।
👉👉বাংলা এস এম এসঃ 2⃣3⃣ নং
জীবন তরীর মাঝ সমুদ্রে,
ঢেউ যদি কভু আসে,
দুজন মিলে পাড়ি দেবো,
আমরা মিলে মিশে।
👉👉বাংলা এস এম এসঃ 2⃣4⃣ নং
তোমার মুখের হাসি দেখে,
কাটাবো সারা জীবন।
নিজের হাতে, তোমার নামে
সঁপে দিলাম এ মন।
👉👉বাংলা এস এম এসঃ 2⃣5⃣ নং
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়,,,
আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায় ।
বড় বেশী ভালবাসি তোমায় ।
👉👉বাংলা এস এম এসঃ 2⃣6⃣ নং
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!
👉👉বাংলা এস এম এসঃ 2⃣7⃣ নং
যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম-তোমার কানে চুপি চুপি বলতাম-
আমি তোমাকে ভালবাসি.
👉👉বাংলা এস এম এসঃ 2⃣8⃣ নং
জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর,
তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর,
আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা,
সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে,
তোমাকে পাওয়ার আশায়
👉👉বাংলা এস এম এসঃ 2⃣9⃣ নং
আসবি তুই কবে ?
পাগলি তুই ফিরে।
যদি কখনো আসিস ফিরে,
রাখব তোকে অনেক সুখে।
তুই সুখে থাকবি,
আর আমায় ভালোবাসবি।
পাগলি তুই ফিরে আয়।
👉👉বাংলা এস এম এসঃ 3⃣0⃣ নং
যাবে কি পুকুর পাড়ে রাতের বেলায়,
দুজন মিলে জোস্না ছুঁবো তারার মেলায়,
তোমার কোলে মাথা রেখে দেখবো ওই চাঁদ,
ভালোবেসে কাটিয়ে দেব সারা নিশি রাত !!!!
👉👉বাংলা এস এম এসঃ 3⃣1⃣ নং
ওই দেখা যায় প্রেম গাছ, ওই আমাদের আশা,
ওই খানেতে বাস করে ভালোবাসা.
ভালোবাসা তুই চাস কি ?
মনের মতো মন পাস্ কি ?
একটা যদি পাস্, আমায় খবর দিয়ে যাস !
👉👉বাংলা এস এম এসঃ 3⃣2⃣ নং
তুমি আমার প্রথম সকাল,
একাকী বিকেল, শান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা,
তুমি আমার একটু খানি ছোয়ায় অনেক খানি পাওয়া.
তুমি আমার কড়া রোধের মিষ্টি শীতল হাওয়া !
↪Read More >> ভালোবাসার কবিতা লাইন
👉👉বাংলা এস এম এসঃ 3⃣3⃣ নং
জানিনা কি ভাবে তোমার দেখা পাবো,
জানিনা তোমাকে কি ভাবে কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাব তুমি আমায়,
শুধু জানি আমার এই অবুজ মনটা ভীষণ ভালোবাসে তোমায় !!!
👉👉বাংলা এস এম এসঃ 3⃣4⃣ নং
ফুলের মতো ফুটে আছে আকাশের ওই তারা,
একা আমি ভালো লাগে না বন্ধু তোমায় ছাড়া,
তুমি ছাড়া এই মনটা কিছু বুঝে না,
পাখি হয়ে আমার কাছে উড়ে এসোনা !!!
↪Read More >> প্রমের গল্প কাহিনী
👉👉বাংলা এস এম এসঃ 3⃣5⃣ নং
ভালোবাসা মানুষের জীবনকে পাল্টে দেয়,
ভালোবাসা মানুষের জীবনকে রোমান্টিক জীবনে ফিরিয়ে আনে,
ভালোবাসা অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবায়,
ভালোবাসা মানুষকে হাসায়/ কাদায় !
👉👉বাংলা এস এম এসঃ 3⃣6⃣ নং
মনে পড়ে তোমাকে, যখন থাকি নিরবে,
ভাবি শুধু তোমাকে, সব সময় অনুভবে,
সপ্নে দেখি তোমাকে, চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।
👉👉বাংলা এস এম এসঃ 3⃣7⃣ নং
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই,
তুমি কেমন আছো সর্বোপরি তা জানতে চাই ।
👉👉বাংলা এস এম এসঃ 3⃣8⃣ নং
অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যত দিন বেঁছে আছি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নিবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।
👉👉বাংলা এস এম এসঃ 3⃣9⃣ নং
আজকে তুমি রাগ করেছো, দুঃখ পাবো তাতে,
কালকে যখন তাকবো না কো রাগ দেখাবে কাকে ?
বিধির বিধান এই রকমই, একদিন তো যাবোই মরে,
বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে ।
👉👉বাংলা এস এম এসঃ 4⃣0⃣ নং
আমার ঠোটে তোমার নাম গেথে নিয়েছি,
আমার আধখানা হৃদয় তোমার হৃদয়ে বেঁধে নিয়েছি,
সারা পৃথিবী তোমায় শত খুঁজলেও পাবে না,
মনের এমন কোনায় তোমায় লুকিয়ে নিয়েছি ।
👉👉বাংলা এস এম এসঃ 4⃣1⃣ নং
আমার ঠোটে তোমার নাম গেথে নিয়েছি,
আমার আধখানা হৃদয় তোমার হৃদয়ে বেঁধে নিয়েছি,
সারা পৃথিবী তোমায় শত খুঁজলেও পাবে না,
মনের এমন কোনায় তোমায় লুকিয়ে নিয়েছি ।
👉👉বাংলা এস এম এসঃ 4⃣2⃣ নং
আমার ভালোবাসা চাঁদ নয় যে ডুবে যাবে,
আমার ভালোবাসা সূর্য নয় যে অস্ত যাবে,
আমার ভালোবাসা অক্সিজেনের মত সারা জীবন
তোমার মাঝে বেঁছে থাকবে ।
👉👉বাংলা এস এম এসঃ 4⃣3⃣ নং
আজ হতে অনেক দূরে, এই সৃতির কথাএ পরে,
আবসা হয়ে আমায় যদি আবার মনে পড়ে,
একটি বার কানটি পেতে শুনো আমার ডাক,
বুঝিয়ে বলো সময়টাকে একটু থমকে থাক,
ছিলাম আমি, আছি আমি, থাকবো নাকো পরে,
তাই মনে রেখো তিনটি কথা- তোমায়-মনে-পড়ে ।


0 Comments: